পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাশ্মীরে হত্যার জের, রাতেই ফেরানো হচ্ছে শ্রমিকদের - কাশ্মীর হত্যা

কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে 131 জন শ্রমিককে । মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের ফেরানো হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর ।

nabanna

By

Published : Nov 1, 2019, 3:49 PM IST

Updated : Nov 1, 2019, 11:56 PM IST

কলকাতা, 1 নভেম্বর : কাশ্মীরে মুর্শিদাবাদের শ্রমিক হত্যার জেরে রাজ্যের 131 জন শ্রমিককে ফেরানোর উদ্যোগ নিল নবান্ন । কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে তাঁদের । নবান্ন সূত্রে খবর , মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফেরানো হচ্ছে শ্রমিকদের ।

কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত সেখানে কর্মরত শ্রমিকরা । অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন । নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার । ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে ফেরানো হয়েছে । বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।

মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের প্রচুর শ্রমিক রুজির টানে গেছেন কাশ্মীরে । কুলগামে জঙ্গি হানার পর সেই শ্রমিকদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন । মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যা পূর্বপরিকল্পিত ৷" পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একহাত নিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ ছিল , বর্তমানে কাশ্মীরে কোনও আইন-শৃঙ্খলা নেই ৷

নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই সাংসদ বিধায়করা মুর্শিদাবাদে পৌঁছেছেন ৷ সব রকম সাহায্যের জন্য পরিবারগুলির পাশে রয়েছেন তাঁরা ৷

Last Updated : Nov 1, 2019, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details