কলকাতা, 1 নভেম্বর : কাশ্মীরে মুর্শিদাবাদের শ্রমিক হত্যার জেরে রাজ্যের 131 জন শ্রমিককে ফেরানোর উদ্যোগ নিল নবান্ন । কাশ্মীর থেকে আজ রাতের ট্রেনে ফেরানো হচ্ছে তাঁদের । নবান্ন সূত্রে খবর , মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফেরানো হচ্ছে শ্রমিকদের ।
কাশ্মীরে বারবার জঙ্গি হানার জেরে আতঙ্কিত সেখানে কর্মরত শ্রমিকরা । অনেকেই দ্রুত রাজ্যে ফিরতে চাইছেন । নবান্ন সূত্রে খবর, আতঙ্কে যাঁরা কাশ্মীর ছেড়ে ফিরে আসতে চাইছেন তাঁদের ফেরাতে সব রকম সাহায্য করছে রাজ্য সরকার । ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে ফেরানো হয়েছে । বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । কাশ্মীরে থাকা শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে জেলা প্রশাসনের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।