কলকাতা, 27 জুন : প্রশান্ত কিশোরকে দুশো কোটি, চারশো কোটি টাকা না দিয়ে স্বাস্ব্য ও স্বরাষ্ট্রদপ্তর থেকে পদত্যাগ করুন, তাতে দলের মঙ্গল হবে ।" আজ নবান্নে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।
মুকুলবাবু আরও বলেন, "প্রশান্ত কিশোর কি সুপার চিফ মিনিস্টার না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ? প্রশান্ত কিশোরকে যদি মুখ্যমন্ত্রী বলেন, উনি সুপার চিফ মিনিস্টার তাহলে একটা কথা ছিল। কে একটা ব্যবসায়ী এল, গেল । তার উপর কোনও আলোচনা হতে পারে না । অতএব প্রশান্ত কিশোর এল কী গেল তাতে নিয়ে রাজনীতির কী এসে যায় ? প্রশান্ত কিশোর কে? অখিলেশ ও মায়াবতীকে তো তুলে দিয়েছে। তাই প্রশান্ত কিশোরের জন্য BJP ভাবছে না । এতে BJP-র কিছু যায় আসে না ।"