পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংবিধানিক কর্তব্য পালনে পিছপা হব না, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের জবাবে এবার চিঠি পাঠালেন রাজ্যপাল । তাঁর স্পষ্ট বার্তা, সাংবিধানিক কর্তব্য পালনে কখনও পিছপা হবেন না তিনি ।

রাজ্যপাল
রাজ্যপাল

By

Published : Jul 28, 2020, 3:33 PM IST

Updated : Jul 28, 2020, 3:39 PM IST

কলকাতা, 28 জুলাই : সাংবিধানিক কর্তব্য পালনের ক্ষেত্রে তিনি কখনও পিছবেন না । আজ নিজের টুইটে সেকথা আরও একবার মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের । তবে আজকের চিঠিতে কোথাও যেন সহযোগিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে । রাজ্যপালের বক্তব্য তিনি বরাবরই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন । কিন্তু দূরত্ব বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকে একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত জারি । কখনও CAA, কখনও আমফান দুর্নীতি, কখনও পুলিশের ভূমিকা । বারবার সংবিধানের নানা ধারার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্যপাল । প্রশ্ন তুলেছেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও । হয়েছে লম্বা চিঠির আদান-প্রদানও । এর মাঝে গতকাল ICMR-এর ল্যাবরেটরি উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে পরোক্ষভাবে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন, "রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করতে চায় । এই কোরোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ । কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা সহযোগিতা করতেই চান না । সাংবিধানিক পদে থেকেও প্রতিদিন রাজ্য সরকার ও প্রশাসনের বিরক্তির কারণ হয়ে ওঠেন । "আজ তা নিয়েই সরব হয়েছেন রাজ্যপাল । মু্খ্যমন্ত্রীর সেই ভিডিয়ো ক্লিপ নিজের টুইট অ্যাকাউন্টে শেয়ার করে তাঁর স্পষ্ট বার্তা, "সাংবিধানিক কর্তব্য পালনের ক্ষেত্রে কখনও পিছপা হব না । আমি বরাবর সাংবিধানিক দায়িত্ব-কর্তব্য পালন করেছি, কিন্তু মুখ্যমন্ত্রীই সাংবিধানিক দূরত্ব বজায় রেখেছেন । এর জেরে আমার রাজ্যপাল হিসেবে ভূমিকাকে নিষ্ক্রিয় করা হয়েছে । "

রাজ্যপাল আরও বলেন, "মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তা ঠিক নয় । তাঁর পর্যবেক্ষণও যথাযথ নয় । তাই গতকালের বিষয়গুলির উর্ধ্বে গিয়ে মানুষের উন্নয়নে সামগ্রিক উন্নয়নে কাজ করতে হবে ।"

পুলিশের ভূমিকা নিয়ে আজ ফের কটাক্ষ করেন রাজ্যপাল । বলেন, "এখন প্রতিটি ক্ষেত্রেই নাক গলাচ্ছে পুলিশ । যা গণতন্ত্রের জন্য একেবারেই ভালো না । পুলিশ দ্বারাই সামগ্রিক প্রশাসন চালিত হচ্ছে । সময় এসেছে বিষয়গুলি খতিয়ে দেখার ।"

বেশ কয়েকমাস ধরে চলা লাগাতার প্রশ্ন, জবাব অভিযোগের পর্বের মধ্যে এবার কোথাও যেন সহযোগিতার বার্তা দিয়েছেন রাজ্যপাল । তাঁর কথায় তিনি প্রস্তুত সমস্ত ইতিবাচক ও গঠনমূলক কাজের জন্য । তবে রাজ্য প্রশাসনই যেন এখনও দূরত্ব বজায় রেখেছে ।

Last Updated : Jul 28, 2020, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details