কলকাতা ২৩ মার্চ: গার্ডেনরিচ শিপবিল্ডার্সের এক নম্বর গেটের ভিতরে ডুবে গেল একটি বোট। সেটিতে কয়েকজন শ্রমিক ছিলেন। কয়েকদিন আগে ঝড়ের জন্য এই বোটটি ক্ষতিগ্রস্ত হয়। আজ সকালে বোটটিকে টেনে তোলার কাজ চলার সময় বিপত্তিটি ঘটে। বোটটি ফেটে জল ঢুকতে থাকে। যাঁরা সাঁতার জানতেন তাঁরা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু একজন শ্রমিক বের হতে পারেননি বলে জানা গেছে।
গার্ডেনরিচ শিপবিল্ডার্সে ডুবল বোট, একজন আটকে থাকার আশঙ্কা - shipbuilders
গার্ডেনরিচ শিপবিল্ডার্সের এক নম্বর গেটের ভিতরে ডুবে গেল একটি বোট।যাঁরা সাঁতার জানতেন তাঁরা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু একজন শ্রমিক বের হতে পারেননি বলে জানা গেছে।
boat
এই ঘটনার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। শ্রমিকদের জোর করে এই কাজ করতে বলা হয়েছে বলে অভিযোগ। নিখোঁজ শ্রমিকের নাম আকবর। তিনি সাঁতার জানতেন না। সিনিয়র ইঞ্জিনিয়ারদের বলা সত্ত্বেও তাঁরা কথা শোনেননি বলে অভিযোগ।
দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।