পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: একুশে জুলাইয়ে বৃষ্টি নয়, কাঁটা গুমোট গরম

21 জুলাই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ ধর্মতলায় প্রস্তুতি তুঙ্গে ৷ বৃষ্টিতে পণ্ড হবে না তো সব আয়োজন ? কী বলছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ?

West Bengal Monsoon Update
রাজ্যে বর্ষার আকাল

By

Published : Jul 20, 2022, 6:39 AM IST

Updated : Jul 20, 2022, 7:17 AM IST

কলকাতা, 20 জুলাই: আগামিকাল 21 জুলাই ৷ কলকাতায় বিরাট রাজনৈতিক সমাবেশ । রাজ্যের শাসকদলের এই আয়োজনে বৃষ্টি কাঁটা হতে পারে কি না, তা বড় প্রশ্ন । হাওয়া অফিস জানাচ্ছে হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে, ব্যস । এদিকে বঙ্গের সঙ্গে ভারী বৃষ্টির দূরত্ব যেভাবে বেড়ে চলেছে, তাতে বর্ষার মেজাজটাই হারিয়ে যাচ্ছে (IMD Kolkata weather forecasts partly cloudy sky with one or two spells of rain) ।

ভারী বৃষ্টির আকালে বর্ষার পরিসংখ্যান গ্রাফ নীচের দিকে নামতে নামতে তলানিতে ঠেকেছে । এই মুহূর্তে রাজ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি -46 শতাংশ । উত্তরবঙ্গে শুরুটা ভালো হলেও এখন সেখানেও বৃষ্টি সেভাবে হচ্ছে না । ফলে বৃষ্টির উদ্বৃত্ত থাকার পরিসংখ্যান এখন ঘাটতিতে পরিণত । এখন -4 শতাংশ বৃষ্টি কম হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে আমাদের রাজ্যের উপর আগামী 2-3 দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়ার আভাস আছে । উত্তরবঙ্গে আগামী তিন দিন উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । তারপরের তিনদিন পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে ।"

21 জুলাই শাসকদলের বিরাট অনুষ্ঠান, বৃষ্টি হবে ? জানালেন অধিকর্তা গণেশচন্দ্র দাস

আরও পড়ুন: সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কাদের ? জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, 26.8 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ হওয়ায় গুমোট গরম অনুভূত হয়েছে । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

Last Updated : Jul 20, 2022, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details