কলকাতা, 18 নভেম্বর: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হলেও তার প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই । দু-এক দিন আকাশ মেঘলা থাকবে এইমাত্র (West Bengal Weather Update) । আপাতত আগামী পাঁচদিনের যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Report) দিয়েছে তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । বরং কুয়াশাছন্ন ভোর এবং বেলায় রৌদ্রজ্বল দিনের কথা বলা হচ্ছে । দক্ষিণবঙ্গে এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির বেশ কিছুটা নিচে ঘোরাফেরা করবে ৷
ইতিমধ্যে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে । ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে ভারতীয় রেল (Indian Railways) । কলকাতায় পরিস্থিতি কিছুটা ভিন্ন । সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রির আশেপাশে থাকছে । তবে তা 15 ডিগ্রিতে নামার পরিস্থিতি হতে সময় লাগবে বলে আলিপুর হাওয়া অফিস মনে করছে । যদিও চলতি বছরের নভেম্বর মাস তুলনায় শীতল ।