কলকাতা, 15 ফেব্রুয়ারি: ঠান্ডার শিরশিরানি ফিরলেও তাতে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷ অন্তত আলিপুর হাওয়া অফিস সেই পূর্বাভাস দিয়েছে ৷ মঙ্গলবারের পরে অজ বুধবারও ঠান্ডার শিরশিরে আমেজ থাকবে ৷ তবে তা মঙ্গলবারের তুলনায় কম ৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82 শতাংশ (West Bengal Winter Update) ৷
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আর 15 কিংবা 16 ডিগ্রির ঘরে নামবে না ৷ বরং এবার ধীরে ধীরে তা বাড়তে থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে থাকবে ৷ একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ৷ ফলে ঠান্ডার যে হালকা অনুভূতি, সেটাও আর মিলবে না ৷ বিদায় নেবে শীত ৷ যেহেতু বর্ষার মতো শীত আগমনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ নেই, তেমন বিদায়ের দিনও নেই ৷ তবে কি বসন্ত জাগ্রত দ্বারে ? নাকি সরাসরি প্রাক-গ্রীষ্মের পূর্বাভাস ?