পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: শুষ্ক আবহাওয়ায় পারদ পতনের পূর্বাভাস - রাজ্যে শীত

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ তবে তা এখন তামিলনাড়ুর কাছাকাছি রয়েছে ৷ তার প্রভাবে বাংলার আকাশে মেঘ জমেছে ৷ কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Depression over Bay of Bengal) ৷

Winter in Bengal
ETV Bharat

By

Published : Nov 22, 2022, 6:33 AM IST

Updated : Nov 22, 2022, 6:54 AM IST

কলকাতা, 22 নভেম্বর: ঠান্ডা-গরমে মিশেলে শীতের আমেজ বঙ্গজুড়ে ৷ কয়েকদিন আগেও শীতের আমেজ তুলনায় বেশি থাকলেও এখন কিছুটা কম ৷ বরং শীতের চেনা রৌদ্রজ্জ্বল আকাশের বদলে হালকা মেঘের উপস্থিতি । যা দেখে বৃষ্টির ভ্রূকুটি মনে হচ্ছে, তবে হাওয়া অফিস তাতে আমল দিচ্ছে না (IMD Kolkata Weather Forecast) ৷

আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, "পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনও ঘূর্ণাবর্ত নিম্নচাপের ইঙ্গিত এখন নেই ৷ বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই ৷ উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে । উত্তরবঙ্গের উপরের দুটো জেলায় গত দু'দিন হালকা বৃষ্টি হয়েছে, আপাতত কিছু নেই ৷ আগামী দু-তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ রাতের সর্বনিম্ন তাপমাত্রাতেও আগামী দু'দিন খুব একটা কোনও পরিবর্তন নেই ৷ তবে পরবর্তী দু-তিনদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-ডিগ্রি কমার সম্ভাবনা আছে ৷"

বঙ্গে শীত আসছে কি ? জানালেন আলিপুরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: কর্মক্ষেত্রে পদন্নোতির সম্ভাবনা কোন কোন রাশির, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ 22 নভেম্বরের পর থেকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে ৷ পারদ নেমে 17 ডিগ্রিতে পৌঁছবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই ৷ আকাশে মেঘ থাকলেও বৃষ্টির পূর্বাভাস নেই । সৌরিশ এই প্রসঙ্গে বলেন, "দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যদিও সেটি বঙ্গের চেয়ে অনেকটা দূরে তামিলনাড়ুর কাছাকাছি অবস্থান করছে ৷ তার প্রভাবে খানিকটা মেঘ আমাদের রাজ্যে প্রবেশ করেছে । আগামী দু-তিন দিন আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে ৷"

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ মঙ্গলবার দিনের আকাশ রোদ ঝলমলে থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Nov 22, 2022, 6:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details