কলকাতা, 15 জানুয়ারি: উষ্ণতম মকর সংক্রান্তির মধ্যে দিয়েই কি শীত বিদায়ের পথ ধরতে চলেছে ? হাওয়া অফিস শীত বিদায়ের ইঙ্গিত না দিলেও জাঁকিয়ে ঠান্ডা যে আর সেভাবে পড়বে না, তা জানিয়ে দিয়েছে ৷ তবে জানুয়ারির শেষভাগে শীতের একটা স্পেল আসার সম্ভাবনা আবহবিদরা উড়িয়ে দিচ্ছেন না ৷ আপাতত আগামী পাঁচদিনে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে পারদ পড়ার বদলে চড়বে ৷ ইতিমধ্যে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রির বেশি ছিল ৷
আজ রবিবার মকর সংক্রান্তির দিন থেকে পারদ পতন শুরু হলেও তা কখনও স্বাভাবিকের নীচে নামবে না বলে মনে করে আবহাওয়া দফতর ৷ কেন শীতের এই 'ছুটিতে' যাওয়ার প্রবণতা ? অবস্থা পরিবর্তন হতে পারে, যদি উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালোভাবে প্রবেশ করে ৷ কিন্তু সেই সম্ভাবনা আপাতত আবহবিদরা দেখতে পাচ্ছেন না ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গনেশচন্দ্র দাস বলেন, "বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে ৷ ফলে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে ৷ দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে ৷ আগামী 5 দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে অবস্থান করবে ৷"