পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: উষ্ণতম মকর সংক্রান্তিতেই কি শীত বিদায়ের বাজনা ? - শীত

এবছর ঠান্ডা পড়লেও তা খুব কম সময় স্থায়ী হয়েছে ৷ কাল থেকে মকর সংক্রান্তি শুরু হয়েছে ৷ আজ ভোর থেকেই গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান ৷ কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, শীত এবার চলে যাবে (West Bengal Winter) ৷

Weather in West Bengal
মকর সংক্রান্তিতে আবহাওয়া

By

Published : Jan 15, 2023, 6:34 AM IST

Updated : Jan 15, 2023, 7:33 AM IST

শীত বিদায়ের ইঙ্গিত মিলছে বলে জানালেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 15 জানুয়ারি: উষ্ণতম মকর সংক্রান্তির মধ্যে দিয়েই কি শীত বিদায়ের পথ ধরতে চলেছে ? হাওয়া অফিস শীত বিদায়ের ইঙ্গিত না দিলেও জাঁকিয়ে ঠান্ডা যে আর সেভাবে পড়বে না, তা জানিয়ে দিয়েছে ৷ তবে জানুয়ারির শেষভাগে শীতের একটা স্পেল আসার সম্ভাবনা আবহবিদরা উড়িয়ে দিচ্ছেন না ৷ আপাতত আগামী পাঁচদিনে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে পারদ পড়ার বদলে চড়বে ৷ ইতিমধ্যে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রির বেশি ছিল ৷

আজ রবিবার মকর সংক্রান্তির দিন থেকে পারদ পতন শুরু হলেও তা কখনও স্বাভাবিকের নীচে নামবে না বলে মনে করে আবহাওয়া দফতর ৷ কেন শীতের এই 'ছুটিতে' যাওয়ার প্রবণতা ? অবস্থা পরিবর্তন হতে পারে, যদি উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালোভাবে প্রবেশ করে ৷ কিন্তু সেই সম্ভাবনা আপাতত আবহবিদরা দেখতে পাচ্ছেন না ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গনেশচন্দ্র দাস বলেন, "বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে ৷ ফলে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে ৷ দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি বেড়ে যাবে ৷ আগামী 5 দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে অবস্থান করবে ৷"

আরও পড়ুন: লাগাতার তুষারপাতে ধেয়ে এল হিমবাহ ! দেখুন ভিডিয়ো

হাওয়া অফিসের অধিকর্তা আরও জানিয়েছেন, শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি ছিল, আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি কমবে ৷ তবে স্বাভাবিকের নীচে নামবে না ৷ বুধবার দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী 5 দিন তাপমাত্রা খুব একটা কমবে না ৷ কাল ও পরশু সকালের দিকে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ঘন কুয়াশা থাকবে ৷ রবিবার ঘন কুয়াশার কারণে গঙ্গাসাগরে দৃশ্যমানতা কমতে পারে ৷ শুধু সাগর নয়, এর জন্য কলকাতা এবং জেলা শহরেও দৃশ্যমানতা কমতে পারে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে পারদ চড়ার পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে ৷ তবে তুষারপাতের সম্ভাবনা নেই ৷ কারণ তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নামলে, তবে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয় ৷ আপাতত তার ইঙ্গিত নেই ৷ রবিবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন ৷ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jan 15, 2023, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details