পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: নিম্নচাপের প্রভাব নেই, দক্ষিণবঙ্গে কয়েক পশলা - বর্ষা বিদায়

দেশের বিভিন্ন জায়গা থেকে বর্ষা বিদায়ের ইঙ্গিত মিলেছে ৷ রাজ্যে এখনই বর্ষা শেষ নিয়ে কিছু বলতে রাজি নয় আলিপুর হাওয়া অফিস ৷ পুজোর সময় বৃষ্টি হবে কি না, সে নিয়েও আগাম কোনও পূর্বাভাস দিচ্ছে না তারা (West Bengal Weather) ৷

West Bengal Monsoon Update
ETV Bharat

By

Published : Sep 21, 2022, 6:50 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে... । ধীরে হলেও রাত বাড়লে হালকা হিমের আমেজ টের পাওয়া যাচ্ছে । শারদোৎসবের (Durga Puja 2022) প্রাক্কালে আবহাওয়ার এই বদল প্রত্যাশিত । যদিও বৃষ্টি তার বেলাশেষের ইনিংসে যতটা সম্ভব আগ্রাসী ব্যাটিং করতে চাইছে । কিন্তু তার আয়ু বোধহয় বেশি নেই । কারণ বর্ষা বিদায়ের ইঙ্গিত দেশের অন্য জায়গায় মিলতে শুরু করেছে (IMD Kolkata Weather Forecast generally cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তারই ইঙ্গিত । আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে, এ কথা এখনই বলার সময় হয়নি । তবে দেশের অন্য জায়গাগুলিতে প্রক্রিয়া শুরু হয়েছে, তা সত্যি ।" অন্তত 10 দিন আগে পুজোর আবহাওয়ায় বর্ষা কাঁটা হবে কি না, এখনই বলা যাচ্ছে না বলে জানালেন আবহাওয়াবিদ । বরং অপেক্ষার রাস্তায় হাঁটতে চায় হাওয়া অফিস । আপাতত আরও কয়েকটি দিন হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ৷

সৌরিশ আরও বলেন, "যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, তা বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে । জায়গাটি উত্তর ওড়িশার কাছাকাছি । নিম্নচাপটির শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে । যেটুকু প্রভাব রয়েছে, তাতে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই । এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ।" নিম্নচাপটি যেহেতু এখনও সমুদ্রের উপর রয়েছে, তাই মৎস্যজীবীদের সতর্কতা হিসেবে সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে ।

আরও পড়ুন: কেমন যাবে দিন জানুন ইটিভি ভারত রাশিফলে

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ আগামী 3-4 দিন থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । একটানা বৃষ্টি কলকাতার ক্ষেত্রেও থাকবে না । দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে । সেখানে আগামী 4-5 দিন খুব বেশি বৃষ্টি থাকবে না । বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন উল্লেখযোগ্যভাবে থাকছে না ।

আগামী 4-5 দিন কলকাতার আশেপাশে তাপমাত্রা 30-32 ডিগ্রির কাছাকাছি থাকবে । হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে । এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খুব একটা থাকবে না । হাওয়া অফিস জানাচ্ছে, পুজোর দেরি রয়েছে । সেই সময় আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন থাকবে, আর ক'দিন পরে তা জানাতে পারবে আলিপুর । বর্ষা বিদায় প্রসঙ্গে হাওয়া অফিসের মত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায়ের ইঙ্গিত থাকে । এখনও সেই ব্যাপারে নিশ্চিত করে বলার মতো কিছু হয়নি । উত্তর-পশ্চিম ভারতে রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে ।

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 14.4 মিলিমিটার। বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে ।কয়েক পশলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আরও পড়ুন: মা হতে চেয়েছিলেন অর্পিতা, সন্তান নিতে রাজি ছিলেন পার্থও, উল্লেখ ইডি'র চার্জশিটে

ABOUT THE AUTHOR

...view details