পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update : বাড়ছে পারদ, শীত বিদায়ের মধ্যে গরমের ওয়ার্ম আপ

ঋতু বদলের পালা শুরু হয়েছে ৷ তার ইঙ্গিত মিলছে পারদের ওঠানামায় (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
বাংলা থেকে শীত বিদায়

By

Published : Feb 24, 2022, 7:18 AM IST

Updated : Feb 24, 2022, 7:47 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : ভোরের দিকে ঘন কুয়াশায় ফের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে (IMD Kolkata says Heavy fog may appear in the early hours of the morning) । তবে দিন যত এগোবে তাপমাত্রার বাড়তে থাকবে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে সেই কথা বলা হয়েছে ৷

হাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) জানিয়েছে, আগামী কয়েকদিনে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে । এমনকি দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুর এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।

ইতিমধ্যে কলকাতা এবং জেলা শহরগুলোতে তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে । কলকাতায় যখন গরম বোধ হচ্ছে, তখন জেলা শহরে রাতের দিকে এখনও হালকা শীতের আমেজ থাকছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আর ক'দিন পরে জেলা থেকেও এই আমেজ উধাও হয়ে যাবে । বরং রোদের তাপ গায়ে লাগবে ।

আরও পড়ুন : Probiotic capsules On COVID recovery : করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপকারী বন্ধু প্রোবায়োটিক ট্যাবলেট : গবেষণা

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷

আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ৷ ফেব্রুয়ারির শেষে তাপমাত্রার এই তারতম্যের মধ্যে কোনও বিস্ময়ের কিছু দেখছে না আবহাওয়া অফিস । ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস বললেও আদতে বসন্ত কাল । শীতের আমেজের ছিটেফোঁটা যা রয়েছে, তা নিয়েই গরমের জন্য তৈরি হওয়ার কথা জানাচ্ছে আলিপুর ।

Last Updated : Feb 24, 2022, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details