কলকাতা, 24 ফেব্রুয়ারি : ভোরের দিকে ঘন কুয়াশায় ফের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে (IMD Kolkata says Heavy fog may appear in the early hours of the morning) । তবে দিন যত এগোবে তাপমাত্রার বাড়তে থাকবে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে সেই কথা বলা হয়েছে ৷
হাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) জানিয়েছে, আগামী কয়েকদিনে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে । এমনকি দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুর এবং সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।
ইতিমধ্যে কলকাতা এবং জেলা শহরগুলোতে তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে । কলকাতায় যখন গরম বোধ হচ্ছে, তখন জেলা শহরে রাতের দিকে এখনও হালকা শীতের আমেজ থাকছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আর ক'দিন পরে জেলা থেকেও এই আমেজ উধাও হয়ে যাবে । বরং রোদের তাপ গায়ে লাগবে ।