কলকাতা, 25 মার্চ :গুমোট গরমে দিনভর প্রাণ ওষ্ঠাগত । সূর্য ডুবলে হাওয়া বইছে । তবে তাতে ঠান্ডার প্রলেপ নেই । ফলে দিনে-রাতে গরমে নাজেহাল মানুষ । সাধারণত এই সময় সন্ধেয় কালবৈশাখী হয় । কিন্তু তারও দেখা নেই । যদিও আলিপুর হাওয়া অফিস সন্ধে নাগাদ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে । কিন্তু পরিবর্তিত আবহাওয়ায় তার ইঙ্গিত নেই (IMD Kolkata predicts temperature to rise in West Bengal) ।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী 4-5 দিন দু'বঙ্গে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । ফলে ধরে নেওয়া যায়, দাবদাহে দফারফা হবে জীবন । শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের কয়েকটি জায়গায় এবং সিকিমের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কথা বলা হয়েছে মাত্র ।