কলকাতা, 23 ফেব্রুয়ারি : আংশিক মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি । দুয়ারে বসন্ত অথচ হানা দিচ্ছে বর্ষার ঘনঘটা । শীতের পরে ফাল্গুনের আকাশেও মেঘের আনাগোনা । আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) ঋতুচক্রের এই খামখেয়ালিপনার কারণ খুঁজে পাচ্ছে না । আসলে আবহাওয়া তার চরিত্র বদল করছে । তাই ক্যালেন্ডার মাস এবং ঋতুর ইঙ্গিত দিলেও তার হদিশ বেশিরভাগ ক্ষেত্রেই মিলছে না (IMD Kolkata forecasts partly cloudy sky and rain) ।
ইতিমধ্যে ঠান্ডার হালকা আমেজ ফিকে হতে শুরু করেছে । হাওয়া অফিস জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং আরও হবে । দিনে আকাশে মেঘ থাকায় রোদের তেজ সেভাবে অনুভূত হবে না । তবে অল্প গরম লাগতে পারে ।