কলকাতা, 23 নভেম্বর : ঠাণ্ডা আর গরম মিশিয়ে একটা মিশ্র আবহাওয়া রয়েছে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে । এর মধ্যে ফিরতে পারে বৃষ্টি । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ বাদ যাবে না দক্ষিণবঙ্গও ৷ আজ ও কাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (IMD Kolkata weather forecast) ৷
মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই বৃদ্ধি পাওয়ায় গরম অনুভব হচ্ছে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 94 শতাংশ এবং 43 শতাংশ ৷