কলকাতা, 10 অগস্ট: মেঘলা আকাশ কিন্তু বৃষ্টির দেখা নেই । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হবে । তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন থাকবে না। তাপমাত্রা 32 ও 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে আকাশ প্রধানত মেঘলা থাকবে । আগামী চার থেকে পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।
মৌসুমী অক্ষরেখার অবস্থান এবং ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে । সৌরিশ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে । আজ ও আগামিকাল নাগাদ সামান্য বৃষ্টি কমবে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।