কলকাতা, 20 ডিসেম্বর : অমিত শাহর ফের "ভাইপো" কটাক্ষের পালটা দিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "পলিটিকাল ইশু না করে সাহস থাকলে ভাইপোর বিরুদ্ধে কেস করুন ।"
আজ বোলপুরে রোড শো করেন অমিত শাহ । রোড শো শেষে তিনি বলেন, ‘‘অনেক রোড শো করেছেন । কিন্তু এত মানুষের যোগ দেওয়া তিনি কখনও দেখেননি ।’’ এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করে "ভাইপো" সম্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ ফের কটাক্ষ করেন তিনি । বলেন, "ভোটের আগে গরিব কৃষকদের টাকা আটকে রয়েছে বাংলায় । কৃষকদের টাকা আটকে তাদেরই আন্দোলনকে সমর্থন করছেন । "ভাইপো"র জন্মদিনে উপহার হিসেবে কৃষকদের অন্তত কিছু দিন ।’’ পাশাপাশি আরও বলেন, ‘‘সমস্ত অনিয়ম করা ‘‘ভাইপোকে’’ পরবর্তী মুখ্যমন্ত্রী করার চেষ্টা করা হচ্ছে ।’’
অমিত শাহের রোড শো প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "প্রথমত, টাকা খরচ করে অন্য রাজ্য থেকে লোক নিয়ে এলে বড় রোড শো করা সম্ভব । এর মধ্যে কোনও কৃতিত্ব নেই । যদি ওখানকার মানুষ এই মিছিলে যোগদান করত তাহলে বুঝতাম ৷ কিন্তু তা তো নয় । সারা দুনিয়া থেকে সমস্ত জেলা থেকে লোক নিয়ে এসে এই মিছিল করেছে । এটাকে বলে অর্গানাইজ়ড মিছিল । এই অরগানাইজ় মিছিল দিয়ে বিচার করা যায় না ।"
আরও পড়ুন :- শুভেন্দুদের সঙ্গে করে বাংলায় পরিবর্তনের ডাক শাহর, কটাক্ষ সুব্রতর
আরও এক ধাপ এগিয়ে ‘‘ভাইপো’’ মন্তব্য নিয়ে অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ ছোড়েন এই তৃণমূল নেতা । এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, "উনি যে কথাগুলো বলছেন ভাইপো হেনা তেনা । সাহস থাকলে কেস করে দিন না । যদি মনে হয় ভাইপো অন্যায় করেছে, ক্ষমতা থাকলে ভাইপোর বিরুদ্ধে কেস করে দিন । সেটা না করে পলিটিকাল ইশু করছেন । এটা সঠিক রাজনীতি নয় । এসব পাড়ার লোকেরা করবে । চ্যাংড়ারা করবে । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন, এটা নিম্ন রুচির পরিচয় ।"