পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Shines in ICSE-ISC: দেশে প্রথম বাংলা ! আইসিএসই-তে বর্ধমানের সম্বিত, আইএসসি-তে কলকাতার মান্য - Bengal Shines in ICSE ISC

আইসিএসই ও আইএসসি-তে মেধাতালিকায় প্রথম স্থান দখল করে নিল দুই বঙ্গসন্তান ৷ আইসিএসই-তে দেশের মধ্যে প্রথম হয়েছে বর্ধমানের সম্বিত মুখোপাধ্যায় ৷ আইএসসি-তে দেশে প্রথম হয়েছে কলকাতার মান্য গুপ্ত ৷

ICSE-ISC Result 2023
দেশে প্রথম বাংলা

By

Published : May 14, 2023, 4:48 PM IST

Updated : May 14, 2023, 5:51 PM IST

কলকাতা, 14 মে: প্রকাশিত হল সিআইএসসিই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গোটা দেশে আইসিএসই ও আইএসসি-তে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছেন বাংলার দুই পড়ুয়া ৷ আইসিএসই-তে দেশজুড়ে 9 জন প্রথম স্থানে রয়েছে ৷ সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়ের ৷ তার প্রাপ্ত নম্বর 499 অর্থাৎ 99.8 শতাংশ ৷ অপরদিকে, আইএসসি-তে দেশজুড়ে যে 5 জন প্রথম স্থানাধিকারীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে রয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্য গুপ্ত ৷ তার প্রাপ্ত নম্বর 399 ৷ 99.75 শতাংশ নম্বর পেয়েছে সে ৷

আইএসসি-র রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 18 জন ৷ তাদের মধ্যে প্রথম 10 জনের নাম একনজরে দেখে নেব...

1 শুভম কুমার আগরওয়াল সেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর 399
1 মান্য গুপ্ত হেরিটেজ স্কুল, কলকাতা 399
2 শুভশ্রী সাহু জিডি বিড়লা স্কুল, কলকাতা 398
2 সিদ্ধার্থ কুমার দুগার এমসি কেজরিওয়াল স্কুল, হাওড়া 398
2 অনুষ্কা সামন্ত অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, বেলঘড়িয়া 398
2 অনুষা মাইতি প্র্যাট মেমোরিয়াল, কলকাতা 398
2 ঐশী গঙ্গোপাধ্যায় জিডি বিড়লা স্কুল, কলকাতা 398
2 অন্তরা বন্দ্যোপাধ্যায় মডার্ন হাই স্কুল, কলকাতা 398
3 মেঘমালা দাশগুপ্ত অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, কলকাতা 397
3 উপাসনা দাস জিডি বিড়লা স্কুল, কলকাতা 397

আইসিএসই-তে রাজ্যের মেধাতালিকায় প্রথম তিন স্থানে রয়েছে 22 জন ৷ তাদের মধ্যে মেধাতালিকায় থাকা প্রথম 10 জনের নাম দেখে নেব একনজরে...

1 সম্বিত মুখোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স স্কুল, পূর্ব বর্ধমান 499
2 অনুরাগ নন্দী অ্যাসেম্বলি অফ গড চার্চ, কলকাতা 498
2 তৃষা বেহানি নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমি, মালদা 498
2 শ্রেয়সী বিশ্বাস দে পাল স্কুল, কলকাতা 498
2 সাবিকী ইবন খান বিবেকানন্দ মিশন, জোকা 498
2 আরণ্যক রায় গার্ডেন হাই স্কুল, কলকাতা 498
3 ঐশী চক্রবর্তী ক্যালকাটা গার্লস, কলকাতা 497
3 মহিকা দে বিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুর 497
3 অন্তরা দাঁ ইস্ট ওয়েস্ট মডেল স্কুল, বর্ধমান 497
3 শিলাজিৎ ঘোষ সেন্ট মাইকেল স্কুল, শিলিগুড়ি 497

আইসিএসই-তে দেশজুড়ে পাশের হার 98.94 শতাংশ ৷ আর আইএসসি-তে দেশজুড়ে পাশের হার 96.93 শতাংশ ৷ পাশের হারের নিরিখে দুটি ক্ষেত্রেই ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে মেয়েদের পাশের হার 99.21 শতাংশ ৷ যেখানে ছেলেদের পাশের হার 92.71 শতাংশ ৷ আর আইএসসি-তে মেয়েদের পাশের হার 98.01 শতাংশ ও ছেলেদের পাশের হার 95.96 শতাংশ ৷

আইসিএসই-তে রাজ্যে পাশের হার 98.71 শতাংশ আর আইএসসি-তে রাজ্যে পাশের হার 96.88 শতাংশ ৷ রাজ্যেও দুটি ক্ষেত্রেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা ৷ আইসিএসই-তে রাজ্যে মেয়েদের পাশের হার 99.01 শতাংশ আর ছেলেদের পাশের হার 98.47 শতাংশ ৷ আর আইএসসি-তে রাজ্য়ে মেয়েদের পাশের হার 98.04 শতাংশ এবং ছেলেদের পাশের হার 35.88 শতাংশ ৷

আরও পড়ুন:আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার, জেনে নিন কীভাবে দেখবেন নিজের ফলাফল

Last Updated : May 14, 2023, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details