কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : প্রিন্সিপাল নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার। অথচ পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যাচ্ছে না। আজ সল্টলেকের বিদ্যুৎ ভবনে নিখিল বঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির ৩৫তম অধিবেশনে এসে একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অধিবেশনে সমিতির তরফ থেকে একাধিক দাবি পেশ করা হয়। যার মধ্যে একটি দাবি ছিল কলেজগুলিতে প্রিন্সিপাল নিয়োগ করতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই একথা জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি জানান সরকার ও সরকার পোষিত কলেজগুলিতে ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "সরকারি কলেজে এবং সরকার পোষিত কলেজে নিয়োগের জন্য ইতিমধ্যেই আমরা ছয় হাজার অধ্যাপক-অধ্যাপিকা নিয়েছি। পাইপ লাইনে ৩ হাজার আছে। যার ইন্টারভিউ হচ্ছে। প্রিন্সিপাল তো আমরা চেয়েছি। কিন্তু আবেদনকারী কোথায়? আবেদনকারীই তো নেই। তখন বুঝলাম দুরকম অসুবিধা। এক, যারা পুরোনো তাঁরা UGC নিয়মে আসতে পারছেন না। আর যাঁরা UGC-র নিয়মে পড়েন তাঁরা সেই অবস্থায় আসেননি যাতে প্রিন্সিপাল হওয়া যায়। তাই আমরা ভাইস প্রিন্সিপাল নিয়োগ করছি। TIC না রেখে ভাইস প্রিন্সিপাল নিয়োগ করার চেষ্টা করছি। আর TIC-দের যদি যোগ্যতা থাকে তাহলে তাঁরা প্রিন্সিপাল হবেন। হচ্ছে কোথায়? আমি তো চাইছি।" শিক্ষামন্ত্রী আরও বলেন, "কোয়ালিটি এডুকেশন দিতে হবে। শুধু কলেজে এলাম আর বাড়ি চলে গেলাম সেটা চলবে না। সে ছাত্র, শিক্ষক, অশিক্ষক সবাইকেই বলব। ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে।"
আজকের অধিবেশনে সমিতির তরফে শিক্ষামন্ত্রীর সামনে অনেকগুলি দাবি তুলে ধরা হয়। সেগুলি হল, UGC অনুমোদিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে শিক্ষকদের বেতন নির্ধারণ, ইচ্ছুক অধ্যাপকদের স্বেচ্ছায় অবসর গ্রহণের সুযোগ, সরকারি কলেজের শূন্য প্রফেসর পদগুলি অবিলম্বে পূর্ণ করা ও নতুন প্রফেসর পদ তৈরি, সমস্ত সরকারি কলেজে অবিলম্বে প্রিন্সিপাল নিয়োগ, নতুন কলেজগুলিকে UGC-র অনুমোদন পাওয়ার ব্যবস্থা করা হোক, CBCS অনুসারে সরকারি কলেজগুলিতে পরিকাঠামো গড়ে তোলার দাবিসহ মোট ২৩ দফা দাবি তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক ড: সুশান্ত রায় কর্মকার।