কলকাতা, 7 ফেব্রুয়ারি: তাঁর লন্ডনে কোনও বাড়ি নেই ৷ ব্যাঙ্কশাল আদালতে জোর গলায় এই দাবি করলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)৷ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, লন্ডনে যদি তাঁর বাড়ি থাকে তবে তাঁকে ফাঁসি দেওয়া হোক ৷
নিজের বাড়ির খতিয়ান দিলেন মানিক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam Case) মঙ্গলবার ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে । এজলাসের মধ্য়েই ক্ষুব্ধ মানিক বলেন, "আমার লন্ডনে ফ্ল্যাট রয়েছে ? কেউ তার ঠিকানা বলতে পারলে আমাকে ফাঁসি দেওয়া হোক ৷" এ ব্যাপারে তিনি আরও বলেন, "আমার সামাজিক সম্মানহানি করা হচ্ছে । 1989 সালে প্রথম বাড়ি করি, 660 বর্গ ফিটের । তারপর পরিবার বৃদ্ধি পাওয়ায় ফ্ল্যাট কিনি, 20 বছর পর । পশ্চিমবঙ্গের বাইরে আমার কোথায়ও কোনও বাড়ি আছে বলে কেউ প্রমাণ করতে পারবে না ।"
'নদিয়াকে কি লন্ডন অধিগ্রহণ করেছে': এরপর তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন, "নদিয়াতে আমার একটি বাড়ি রয়েছে । নদিয়াকে কি লন্ডন অধিগ্রহণ করেছে ?" তিনি আরও বলেন, "বলা হচ্ছে আমার দুটো পাসপোর্ট । একটা পাসপোর্ট শেষ হলে দ্বিতীয়টি রিনিউ হয় । দুটো পাসপোর্ট থাকলে তো সরকার ব্যবস্থা নেবে ।"
ফের জেল হেফাজতে চেয়েছে ইডি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । মানিক ভট্টাচার্যকে ফের জেল হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে ইডি । ইডির তরফে বলা হয়েছে, মানিক ভট্টাচার্যকে জামিন দিলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে । তদন্ত ব্যাহত হবে । তিনি প্রভাবশালী ব্যক্তি । বর্তমান শাসকদলের বিধায়কও ।