কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : "আমি জানি না, আদৌ তিনি নেতা কি না ?" সদ্য BJP-তে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা শঙ্কুদেব পন্ডা সম্পর্কে এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজই দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন শঙ্কুদেব।
শঙ্কুদেব কি আদৌ নেতা ? প্রশ্ন খোদ দিলীপের
শঙ্কুদেব পন্ডা আদৌ নেতা কিনা জানি না। মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
পরে সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, "ঝড় উঠেছে। অনেকেই আসবেন। আমরা দরজাও বড় করে রেখেছি। সবাইকে নেব। নিতেই হবে। গণতন্ত্রে তো মানা করা যায় না। আর হজম করার চেষ্টা করব। হজম শক্তি আমাদের আছে। সারা ভারতবর্ষে BJP এভাবেই বেড়েছে।"
সারদা-নারদে যারা অভিযুক্ত, তাদের কি BJP আশ্রয় দিচ্ছে ? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, "রাজনৈতিক নেতারা ভোটের আগে পার্টি বদল করেই থাকেন। এটা একটা ট্র্যাডিশন। আমাদের কেন্দ্রীয় নেতা মনে করেছেন, তাই শঙ্কুদেব পন্ডাকে নেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্র মেনে তাঁকে কাজ দেওয়া হবে।"