কলকাতা, 15 ডিসেম্বর : রাজ্যে শান্তি বজায় রাখার জন্য ফের আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একইসঙ্গে NRC ও CAA সংক্রান্ত রাজ্য সরকার যে বিজ্ঞাপনগুলি প্রচার করছে, তা নিয়েও সরব হলেন তিনি ৷ বলেন, "এই বিজ্ঞাপনগুলি অসাংবিধানকি । আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী এই বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করবেন ।"
CAA ও NRC নিয়ে ক্রমশ রাজ্যে অশান্তি বাড়ছে । আজও বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাতে দেখা যায় মানুষকে । পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ে গতকালই রাজ্য সরকারকে সক্রিয় হতে বলেছিলেন রাজ্যপাল । মানুষকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছিলেন । আজ ফের রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন তিনি । রাজ্যপাল বলেন, "প্রশাসনের কিছু ক্ষেত্রে দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে । এটা পদক্ষেপ নেওয়ার সময় । পুলিশ প্রশাসনের এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত । রাজ্যবাসীকেও আবেদন জানাচ্ছি, আপনাদের পক্ষে এই পরিস্থিতির সামাল দিতে যা যা করা সম্ভব করুন । শান্তি বজায় রাখুন । "
রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে তাঁর নেতাদের আসরে নামানোর পরামর্শ দেন । জগদীপ বলেন, "আপনার কয়েকজন নেতা এই পরিস্থিতি নিয়ে নানারকম মন্তব্য করছেন । তাঁদের বিরত থাকতে বলুন । আপনার কয়েকজন মন্ত্রীও আমার বিরুদ্ধে সরব হয়েছে । তাঁদের এই সব না করে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে নামতে বলুন । কারণ আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি তার থেকে রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর ।"
এরপরই NRC ও CAA সংক্রান্ত বিজ্ঞাপনগুলি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ রাজ্যে NRC ও CAA লাগু হবে না বলে রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছে ৷ এই বিজ্ঞাপনগুলি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "এই বিজ্ঞাপনগুলি অসাংবিধানিক । অনুমতির যোগ্য নয় । আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী অন্তত এই বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করবেন ৷ এটা সরকারি তহবিলের অপরাধমূলক ব্যবহার (criminal use of public funds) । আর যদি কোনও সরকার আইনের বিরোধিতায় সরকারি তহবিলের ব্যবহার করে তাহল সংবিধান প্রধান হিসেবে আমি তা মেনে নিতে পারব না ।"