কলকাতা, 9 জানুয়ারি : দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা জমি নিয়ে কড়া সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের । পড়ে থাকা জমির পরিষ্কার করতে হবে জমির মালিককে , না হলে পৌরনিগমকে দিতে হবে পরিষ্কার করার খরচ । শহরের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে পড়ে থাকা খালি জমিতে আবর্জনা জমে জমে স্তুপে পরিণত হয়েছে । ফলে পরিবেশ দূষণ হচ্ছে । এমনই অভিযোগ জানিয়ে বহু নাগরিক ফোন করেন টক টু কেএমসিতে ।
আরও পড়ুন বাংলার শস্যগোলায় দাঁড়িয়ে 'কৃষক-বন্ধু' হওয়ার বার্তা নাড্ডার, দ্বিচারিতা বলছে বিরোধীরা
পৌরমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন খালি জমি দীর্ঘদিন ধরে পড়ে থাকলে এলাকার মানুষ সেই জমিতে আবর্জনা ফেলতে থাকে । এখন খোলা ভ্যাট বন্ধ করে দেওয়া হয়েছে তার বদলে শহর জুড়ে বসেছে কম্প্যাক্টা স্টেশন । শহরের রাস্তাঘাট আগের তুলনায় এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ।