কলকাতা, 13 মার্চ: রাত পোহালেই শুরু হচ্ছে 2023 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ আর এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা সংসদ (Changes in Rules of HS Exam) ৷ যার মধ্যে উত্তরপত্র বদল, নিরাপত্তা-সহ একাধিক বিষয় রয়েছে ৷ এবারে পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8.52 লক্ষ ৷ ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি এ বছরে ৷ প্রায় 1 লক্ষ 27 হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে এ বছর ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে 2 হাজার 349টি ৷ পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে চলবে বেলা 1টা 15 মিনিট পর্যন্ত ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা ৷
উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তার জন্য নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হচ্ছে ৷ যে 206টি স্পর্শকাতর কেন্দ্র আছে, সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হবে ৷ এই 206 টির মধ্যেও অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে আরএফডি-এর সাহায্যে হবে চেকিং ৷ যদি কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা ইলেকট্রনিক কোনও জিনিস পাওয়া যায় ৷ তবে, সারা জীবনের জন্য ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷