কলকাতা, 30 জুন: রাজ্যে আসতে শুরু করে দিয়েছে বাকি 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী রবিবারের মধ্যে প্রবেশ করে যাবে রাজ্যে । তবে কীভাবে রাজ্য জুড়ে মোতায়ন করা হবে এই 315 বাহিনী, তা নিয়েই শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিক-সহ রাজ্য পুলিশ এবং বিএসএফ-এর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা।
এদিনের কমিশনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ-এর আইজি এসএস বুধাকুটি, রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামীম এবং রাজ্যের আইজি স্বশস্ত্র বাহিনী রাজেশ যাদব । কমিশন সূত্রে খবর, এই তিন জনই ফোর্স সমন্বয় সাধনকারি অফিসার হিসাবে এই পঞ্চায়েত ভোটে কাজ করবে। মূলত বাকি 315 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা রয়েছে তাঁদের কীভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়ন করা হবে, এদিন তা নিয়েই বৈঠক করেন আধিকারিকরা।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রথম যে 22 কোম্পানি বাহিনী এসে পৌঁছে গিয়েছে রাজ্যে, তাদের মোতায়েনের ক্ষেত্রে নীল নকশা তৈরি করেছে কমিশন । আর সেই মতো যেখানে বাহিনী মোতায়েনের কথা ছিল সেসব জায়গায় পৌঁছে গিয়েছে জওয়ানরা । তবে তারপর দীর্ঘ টালবাহানার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে চিঠি দিয়ে 315 কোম্পানির যে অনুমোদন দেওয়া হয়েছে সেই বিষয়টি জানানো হয়। কমিশনের দাবি, যদিও এর আগেই 315 কোম্পানি বাহিনী কোথায় কীভাবে ব্যাবহার করা হতে পারে তার একটা খসড়া তৈরি করে রাজ্যের তরফে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
আরও পড়ুন:'যত দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে নিলেই হয়ে গেল ?' উষ্মা প্রকাশ বিচারপতির
তবে এদিন 315 কোম্পানি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার জন্যই এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। তবে বাকি 485 কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যদিও এদিন সকালে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করার সময় কমিশনারকে আবারও বাহিনী সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, যে এই বিষয়ে এখনও কমিশনের কাছে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এসে পৌঁছয়নি।