কলকাতা, 4 জুন : 2021-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট জমা দিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি । শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের কাছে জমা পড়ল ওই রিপোর্ট । রিপোর্ট যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও । সূত্র মারফৎ জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা হয়তো বাতিল হতে পারে । সেক্ষেত্রে নবম ও দশম শ্রেণির মার্চ মাসের ইন্টারনাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে । পাশাপাশি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে ওপেন বুক ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হতে পারে । সেক্ষেত্রে কম নম্বরে ও কম সময়ের পরীক্ষা হবে । অনলাইনে প্রশ্নপত্র পাঠানো হবে । পরীক্ষার্থীরা বাড়িতে বসেই উত্তর লিখে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে উত্তর আপলোড বা জমা দেবে । এভাবে উত্তর জমা বা আপলোড করতে না পারলে পর্ষদের তরফে সেইসব পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহ করা হবে ।
তবে ছাত্র জীবনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষাগুলি যদি অনলাইনে হয় তবে তার গুণমান ঠিক কতটা বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে । একাংশের মতে, করোনাকালে একেবারে পরীক্ষা বাতিল না হয়ে যদি তা অনলাইনেও করা যায় তাহলে তা পড়ুয়াদের ভবিষ্যতের পক্ষে ভাল । অন্যদিকে বেশকিছু শিক্ষাবিদদের মনে করছেন যে অনলাইনে পরীক্ষা হলে তা আদতে কতটা যুক্তিসংগত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ।
শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে, "ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে । তাই মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে পড়ুয়ারা যে নিজেদের যাচাই করতে পারবে সেই সুযোগটা আর থাকবে না । ভবিষ্যতে তারা কোন দিকে যাবে বা কি নিয়ে উচ্চশিক্ষা লাভ করব সেই বিষয়টিও মূল্যায়ন করার কোনও সুযোগ থাকবে না । তাই এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় যদি বাতিল হয়ে যায় তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হবে না ।"