কলকাতা, 12 মে : হুগলির তেলেনিপাড়ার ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট চলছে । ছড়ানো হচ্ছে গুজবও । লকডাউনের সময়ও চলছে হিংসা ছড়ানোর চেষ্টা । এই বিষয়টিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র দপ্তর । কলকাতা পুলিশ-সহ গোটা রাজ্যের পুলিশকে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর । বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে সাইবার সেলকে ।
কোরোনা নিয়ে আতঙ্কের আবহে এমনিতেই সোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছে নানা ধরনের গুজব । মাঝেমধ্যেই পোস্ট করা হয়েছে মেটিয়াব্রুজ, গার্ডেনরিচ কিংবা খিদিরপুরের নামে ফেক ভিডিয়ো । সেই সব ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । অভিযোগ ওঠে, বিশেষ উদ্দেশ্য নিয়েই ছড়ানো হচ্ছে ওই সব ফেক ভিডিয়ো । এরই মাঝে রবিবার হুগলির তেলেনিপাড়ায় দু'টি গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা হয় । অভিযোগ, কিছু বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । এমনকী, বোমাবাজির অভিযোগও ওঠে । ভাঙচুর চালানো হয় কয়েকটি গাড়িতে । লুটপাট চালানো হয় সোনার দোকানে । ঘটনার জের এখনও রয়েছে । ইতিমধ্যে সেই ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ এনে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন ।