কলকাতা, ১৩ মার্চ : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দুদিনের মধ্যেই গোটা রাজ্যে সরানো হল সাড়ে আট হাজার সরকারি হোর্ডিং-ব্যানার। এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্দিষ্ট দল তৈরি করে কাজ করছে। দপ্তরের এক আধিকারিক জানান, আর দু'এক দিনের মধ্যেই গোটা রাজ্য থেকে এই ধরনের প্রচারমূলক হোর্ডিং সরিয়ে দেওয়া হবে।
সরল মোদি-মমতার হাসি মুখের সাড়ে আট হাজার হোর্ডিং - banner
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দুদিনের মধ্যে সরাতে হবে সরকারি প্রচারমূলক হোর্ডিং। বিভিন্ন জেলায় নির্বাচনী আচরণবিধি রক্ষার জন্য বিশেষ দল তৈরি করা হয়েছিল। সেই দলই সরকারি ভবন এবং জনবহুল এলাকাগুলি থেকে হোর্ডিং সরানোর কাজ করছে।
ভোট ঘোষণার পর এই সব হোর্ডিং সরানোর জন্য নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত সরকারি দপ্তর থেকে এই ধরনের হোর্ডিং খুলে ফেলতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত জনবহুল এলাকা থেকে হোর্ডিংগুলি সরিয়ে ফেলতে হবে। গতকাল সর্বদলীয় বৈঠকে BJP-র তরফে জয়প্রকাশ মজুমদার দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি সরিয়ে ফেলতে হবে। CPI(M)-র অভিযোগ, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদিরও হাসি মুখের ছবি রয়েছে। বামফ্রন্টের তরফে এই ধরনের সব হোর্ডিং খুলে ফেলার দাবি জানানো হয়। তবে এখনও পর্যন্ত সব জায়গায় হোর্ডিং সরানোর কাজ শুরু হয়নি।
মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে খবর, গোটা রাজ্যে ১০ হাজারের মতো এই ধরনের হোর্ডিং-ব্যানার চিহ্নিত করা হয়েছিল। বিভিন্ন জেলায় নির্বাচনী আচরণবিধি রক্ষার জন্য বিশেষ দল তৈরি করা হয়েছিল। সেই দলই সরকারি ভবন এবং জনবহুল এলাকাগুলি থেকে হোর্ডিং সরানোর কাজ করছে। নির্বাচনী আচরণবিধি রক্ষা করা হচ্ছে কি না তা দেখার জন্য একটি বিশেষ সেল তৈরি করা হয়েছে। এই সেলই সব জায়গায় ঘুরে এবিষয়ে নজরদারি চালাচ্ছে।