কলকাতা, 24 অগস্ট: কবিকঙ্কন মুকুন্দরামের 'চণ্ডীমঙ্গল'-এ 'কলিকাতার' উল্লেখ পাওয়া যায় । এছাড়া, ওলন্দাজ বণিক ফান ডেন ব্রুক-এর অঙ্কিত মানচিত্রেও উল্লেখ আছে আমাদের এই কলকাতার। 'পদ্মাবতী'র রচনাকাল আনুমানিক 1645-52 সাল। সেই গ্রন্থেও কলকাতা রয়েছে । এমনকী গুরুনানকের জীবনীতে স্পষ্ট উল্লেখ রয়েছে শহরের। আজ 24 অগস্ট । আর এই দিনটিকে কেন্দ্র করে শহরবাসীর উন্মাদনার অন্ত নেই। কিন্তু একটা শহরের জন্মদিন হিসেবে নির্দিষ্ট করে কোনও তারিখকে কি সত্যিই দাগিয়ে দেওয়া যায় ?
গভীরভাবে চিন্তা করলে সহজেই বোঝা যায়, কোনও শহরের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট দিনকে তার জন্মদিন হিসেবে চিহ্নিত করা যায় না । কারণ, যে কোনও শহর গড়ে ওঠে তার সামাজিক পট পরিবর্তনের মাধ্যমে। এছাড়া সেই অঞ্চলে বসবাসকারী মানুষের কৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে একটি শহর । এভাবে 'কলিকাতা' থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে 'শহর কলকাতা' । আর এই গড়ে ওঠার পিছনে কোনও বহিরাগত বিদেশী শক্তির ভূমিকা নেই ।
শহর কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের সুপ্রাচীন ইতিহাস। সেই দীর্ঘদিনের ধারাবাহিকতা একদিনে বদলে ফেলা সম্ভব নয় । সেই কারণেই দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট 2003 সালের 16 মার্চ তারিখে জানিয়ে দেয় , কলকাতার কোনও জন্ম তারিখ নেই। নেই কোনও প্রতিষ্ঠাতাও। হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির রায়ে সুস্পষ্টভাবে উঠে আসে কয়েকটি বিষয়। দীর্ঘদিন ধরে বেশ কিছু ইতিহাসবিদ কলকাতার জন্মতারিখ হিসেবে 1690 খ্রিস্টাব্দের 24 অগস্ট তারিখটির কথা বলে আসছেন। আদালত জানায়, এমন দাবির মোটেই কোনও সত্যতা নেই।
আরও পড়ুন :ডিসেম্বরেই হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো চালু করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ, নিয়মিতভাবে চলছে মহড়া
এখন প্রশ্ন হতেই পারে, এই 'কলকাতা' নামের উৎপত্তি হল কবে ? এই ব্যাপারে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় আঞ্চলিক ইতিহাস গবেষক শুভদীপ রায়চৌধুরীর সঙ্গে । তাঁর দাবি, আইন-ই-আকবরি'র রাজস্ব আদায়ের খতিয়ানে 'কলিকাতা' নামের উল্লেখ আছে। আবার 1495 সালে বিপ্রদাস পিপলাইয়ের 'মনসামঙ্গল' কাব্যে এবং কবিকঙ্কন মুকুন্দরামের 'চণ্ডীমঙ্গল'-এ কলিকাতার উল্লেখ পাওয়া যায় । এছাড়া, ওলন্দাজ বণিক ফান ডেন ব্রুক-এর অঙ্কিত মানচিত্রেও কলকাতার উল্লেখ আছে। 'পদ্মাবতী'র রচনাকাল আনুমানিক 1645-52 সাল- সেই গ্রন্থেও কলকাতা রয়েছে । এমনকী গুরুনানকের জীবনীতে স্পষ্ট উল্লেখ রয়েছে , 1510 সালে কালীক্ষেত্র দর্শন করতে এসে নানক কলকাতায় বসবাস করেছেন।
তাছাড়াও 24 অগস্ট কলকাতার জন্মদিন- এই তথ্য ভ্রান্ত বলে উল্লেখ করেন ইতিহাসবিদ রাধারমণ রায় । 1991 সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর লেখা বই 'কলকাতা বিচিত্রা'। সেই বইটিতেই তিনি স্পষ্ট উল্লেখ করেন, 24 অগস্ট 1690 তারিখটি কলকাতার জন্মদিন নয়। আর জব চার্নকও কলকাতার জন্মদাতা নন।