পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপার প্রাইমারির সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে । আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

হাইকোর্ট

By

Published : Jul 4, 2019, 5:52 PM IST

কলকাতা, 4 জুলাই : আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । 10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে । আজ আপার প্রাইমারি সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

2015 সালের 16 অগাস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয় । 2016 সালে রেজ়াল্ট বেরোয় । এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যারা পাশ করেন তাঁদের মধ্যে 1 লাখ 20 হাজার জন প্রশিক্ষিত এবং 1 লাখের বেশি ছিলেন অপ্রশিক্ষিত । ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় 2 জুলাই । কিন্তু এরই মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলায় 1 জুলাই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, "স্কুল সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে । মামলাকারীদের আইনজীবী বলছেন, প্রকাশ করা হয়নি । আমি বুঝব কী করে ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আগামীকাল সমস্ত নথিপত্র নিয়ে আসবেন । আগামীকাল আবার শুনানি হবে । আগামীকাল (2 জুলাই) থেকে আপার প্রাইমারিতে পার্সোনালিটি টেস্ট শুরু হলেও তার ফলপ্রকাশ করা যাবে না ।"

এই সংক্রান্ত খবর :ইন্টারভিউ নিলেও বেরোবে না রেজ়াল্ট; হাইকোর্টের নির্দেশে হতাশ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

আজ এই মামলার শুনানিতে SSC-র আইনজীবী সতনু পাত্র হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন । কিন্তু, তাতে দেখা যায় সেই লিস্টে সমস্ত তথ্য নেই । লিস্টে প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি । এই বিষয়ে সুতনুবাবু বলেন, "প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কাজ চলছে, এটা এখনও মাঝপথে রয়েছে। এই অবস্থায় আমরা প্রার্থীদের নম্বর জানাতে পারি না।" তখন বিচারপতি বলেন,"কেন ? কিসের জন্য আটকাচ্ছে ?" এরপর মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন, "কিসের মাঝপথ ? পুরো প্রক্রিয়ায় আমরা স্বচ্ছতা চাই । যে ইন্টারভিউ লিস্টের ভিত্তিতে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, সেই লিস্টের বিষয়ে আমরা জানতে পারব না ? হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ভেরিফিকেশনে ডাক পাননি।"

এই সংক্রান্ত খবর :আপার প্রাইমারির ইন্টারভিউ নিলেও রেজ়াল্ট আউট এখনই নয়, নির্দেশ হাইকোর্টের

এরপরই বিচারপতি নির্দেশ দেন, 10 জুলাই সম্পূর্ণ তথ্য দিয়ে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে । ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ।

ABOUT THE AUTHOR

...view details