পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC over Teacher Recruitment: কর্ম-শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ, মেয়াদ বাড়াল হাইকোর্ট - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

18 নভেম্বর কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ 1 ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকার কথা ৷ আজ সেই স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করল আদালত (Stay order over physical and work education recruitment) ৷

SSC Recruitment Scam
ETV Bharat

By

Published : Nov 30, 2022, 1:10 PM IST

Updated : Nov 30, 2022, 3:58 PM IST

কলকাতা, 30 নভেম্বর: কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন ৷ তাই বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নির্দেশ দিয়েছে, আপাতত 30 ডিসেম্বর পর্যন্ত আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি থাকবে ৷ 21 ডিসেম্বর ফের এই মামলার শুনানি (Calcutta High Court extends stay order) ।

এর আগে বিচারপতি গত 18 নভেম্বর নির্দেশে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন ৷ তাতে বলা হয় 1 ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে ৷ যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগপত্র দেওয়া যাবে না ৷

আরও পড়ুন: কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় 1 হাজার 600 শূন্যপদ তৈরি করে তার মধ্যে থেকে 750টি পদে ইতিমধ্যে নিয়োগের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল ৷ সেই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট । ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শূন্যপদ তৈরি করে নিয়োগের উপর সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ রাজ্য সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেও ডিভিশন বেঞ্চ একই নির্দেশ বহাল রাখে ৷ বাধ্য হয়ে রাজ্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় ৷ সেই মামলা বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে ৷ সেই কারণে এদিন বিচারপতি নিয়োগের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

Last Updated : Nov 30, 2022, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details