পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাশকতার ছক পাকিস্তানের ! হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরেও

গতকাল সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । CISF তো আছেই, সেইসঙ্গে ডগ স্কয়্যাড, স্নাইপার মোতায়েন করা হয়েছে । একইসঙ্গে বিমানবন্দরগুলিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 অগাস্ট পর্যন্ত । ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে থেকে আসতে হবে । আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘণ্টা ।

ফাইল ফোটো

By

Published : Aug 9, 2019, 4:39 AM IST

Updated : Aug 9, 2019, 7:42 AM IST

বিধাননগর, 9 অগাস্ট : 15 অগাস্ট উপলক্ষ্যে আগে থেকেই সতর্কতা জারি ছিল । কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে জঙ্গি নাশকতার ছকের খবর মেলায় এবার কলকাতা-সহ দেশের 19টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হল । একইসঙ্গে বিমানবন্দরগুলিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 অগাস্ট পর্যন্ত । ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে থেকে আসতে হবে । আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘণ্টা । প্রয়োজনে বেল্ট ও জুতো খুলে পরীক্ষা করা হবে । সেক্ষেত্রে যাত্রীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে ।

গতকাল সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । CISF তো আছেই, সেইসঙ্গে ডগ স্কয়্যাড, স্নাইপার মোতায়েন করা হয়েছে । এদিকে বিরাটি থেকে গঙ্গানগর পর্যন্ত বিমানবন্দরের পাঁচিলের ধারের ওয়াচটাওয়ারে কর্মরত CISF কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই যশোর রোড থেকে এয়ারপোর্ট চত্বরের ভিতরে নজর এড়িয়ে কেউ ঢুকতে না পারে ।

অন্যদিকে বিমানবন্দরে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার মেশিনগুলিকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে । গ্রিন চ্যানেলের উপরেও রাখা হয়েছে কড়া নজরদারি । যাতে অবৈধভাবে কোনও জিনিস পাচারের চেষ্টা রুখে দেওয়া যায় । এর সঙ্গে পাসপোর্ট জাল করে যাতে কেউ যাতায়াত করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন দপ্তরকে ।

দেখুন ভিডিয়ো

সোমবার (5 অগাস্ট) রাজ্যসভায় 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করেন (রাষ্ট্রপতির বক্তব্য পড়ে শোনান) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর আরও একবার পুলওয়ামা হামলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সূত্রের খবর, কাশ্মীরে উত্তেজনা ছড়াতে কাজ শুরু করেছে ISI-ও । একাধিক জায়গায় হামলার ছকও কষা হচ্ছে । পাকিস্তানের পরিকল্পনা আগেভাগেই ধরে ফেলে ভারত । তাই, কাশ্মীর শান্ত রাখতে সেখানে রয়েছেন খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রয়েছে সেনা । বন্ধ ইন্টারনেট, মোবাইল সংযোগ, কেবল । এককথায়, জঙ্গিদের সাপ্লাই লাইন কেটে দিয়েছে প্রশাসন ।

তাও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার । সামনেই 15 অগাস্ট । তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে । দেশের বিমানবন্দরগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে ।

Last Updated : Aug 9, 2019, 7:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details