কলকাতা, 2 অক্টোবর : দক্ষিণবঙ্গের পর নিম্নচাপের প্রভাবে এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ ৷ আজ থেকে ফের বৃষ্টিপাত বাড়তে চলেছে উত্তরবঙ্গে । বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে । নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাওয়ায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি পরিমাণ বেড়ে গিয়েছে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে । এবার এই নিম্নচাপ ক্রমশ উত্তরবঙ্গের দিকে উঠে আসছে । আজ থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর ।
লাগাতার বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর স্বাভাবিকের থেকে বেশি রয়েছে । পরিস্থিতি এমনিতেই সংকটজনক । উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে নেমেছে একের পর এক ধস । রাজ্যে টানা ভারি বৃষ্টির বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে দিল ।