পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ, পশ্চিমের জেলাগুলিতে চলবে বৃষ্টি

কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Weather Forecast
Weather Forecast

By

Published : Oct 2, 2021, 8:43 AM IST

কলকাতা, 2 অক্টোবর : দক্ষিণবঙ্গের পর নিম্নচাপের প্রভাবে এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ ৷ আজ থেকে ফের বৃষ্টিপাত বাড়তে চলেছে উত্তরবঙ্গে । বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে । নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাওয়ায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি পরিমাণ বেড়ে গিয়েছে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে । এবার এই নিম্নচাপ ক্রমশ উত্তরবঙ্গের দিকে উঠে আসছে । আজ থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর ।

লাগাতার বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর স্বাভাবিকের থেকে বেশি রয়েছে । পরিস্থিতি এমনিতেই সংকটজনক । উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির জেরে নেমেছে একের পর এক ধস । রাজ্যে টানা ভারি বৃষ্টির বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে দিল ।

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলা গুলিতেও নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত হবে । পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন : North Bengal Weather: কমেছে বৃষ্টি, অক্টোবরেও বেশ গরম উত্তরবঙ্গে

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ।

ABOUT THE AUTHOR

...view details