পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস - আলিপুর আবহাওয়া দফতর

সোমবার সকালে আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) জানিয়েছে, বঙ্গোপসাগর ও ওড়িশার উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এর ফলে আগামী 24 ঘণ্টায় রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কলকাতাতেও চলবে বৃষ্টিপাত ৷

বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷
বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷

By

Published : Jun 14, 2021, 11:20 AM IST

কলকাতা, 14 জুন : সোমবার সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে শহর ও শহরতলিতে । এদিন আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) জানিয়েছে, আগামী দুই দিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের উপর রয়েছে নিম্নচাপ । এই নিম্নচাপের প্রভাবে এই রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু । আগামী দু'দিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সোমবার সকাল থেকেই মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে ৷

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলের উপর রয়েছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে । এই নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর করবে । এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । আগামী 2 দিন রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে । আগামী তিনদিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও আগামী দু'দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : Weather Forecast : বর্ষা এল বঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

এই নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকবে আগামী দু'দিন ৷ উপকূলবর্তী জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । সমুদ্রে হাওয়ার গতি থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷

সোমবার সকাল থেকেই মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে থাকে ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 66 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details