কলকাতা, 27 জুলাই : 15 মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতায় ফেরার পর দুই মহিলা যাত্রীর ব্যাগেজ পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় । তাঁদের মধ্যে একজন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । আরেকজন তাঁর বোন । তাঁদের ব্যাগ থেকে দু'কেজি সোনা পাওয়া যায় বলে অভিযোগ । সেই ঘটনাটি স্মাগলিং কি না তা খতিয়ে দেখার জন্যই তারা তদন্ত করছে বলে আদালতে জানালেন শুল্ক দপ্তরের তরফে সওয়ালকারী অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখি । তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর ।
স্মাগলিং কি না খতিয়ে দেখতেই রুজিরাকে সমন, হাইকোর্টে জানাল শুল্ক দপ্তর - tmc
15 মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতায় ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও তাঁর বোনের ব্যাগেজ পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় । সেই ঘটনাটি স্মাগলিং কি না তা খতিয়ে দেখার জন্যই তারা তদন্ত করছে বলে আদালতে জানালেন শুল্ক দপ্তরের তরফে সওয়ালকারী অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখি ।
অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখির এই বক্তব্যের পালটা হিসেবে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন, "সেই দিন রাতে রুজিরা ও তাঁর বোন বিমানবন্দরে নামেন । তারপর পুলিশ তাঁদের ব্যাগ চেক করে দেখে । সেখানে প্রায় 4-5 জন পুলিশ অফিসার ছিলেন । তাঁদের ব্যাগে অন্য জিনিসপত্রের সঙ্গে কিছু সোনাও ছিল । সেটা দেখার পর শুল্ক দপ্তরের কয়েকজন অফিসার সেখানে আসেন । তাঁরাও বিষয়টি খতিয়ে দেখেন । তারপর সেই অফিসারদের সঙ্গে রুজিরা ও তাঁর বোন করমর্দন করে চলে আসেন । এই পুরো ব্যাপারটা CCTV ফুটেজে দেখা গেছে । আদালত দেখতে চাইলে দেখাতেও পারি । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । ফলে শুল্ক দপ্তরের আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই ।" এরপর গতকালের মতো শুনানি শেষ হয় । মামলার পরবর্তী শুনানি সোমবার ।
এর আগে 4 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে । তবে নির্দেশে এটাও বলা হয় যে, শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রুজিরা । 8 এপ্রিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, ঘটনার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে । জিজ্ঞাসাবাদের খুব একটা তাড়া নেই । আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না । সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলাটির যেমন শুনানি চলছে তেমন চলবে ।