কলকাতা, 16 মে:32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার উপর আপাতত কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে ৷ বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে ৷ 2016 সালে নিয়োগ পাওয়া 36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ গত সপ্তাহে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার অবশ্য সেই সংখ্যা সংশোধন করে ওই শিক্ষকের সংখ্যা 32 হাজার হবে বলে জানান তিনি ৷
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ডিভিশন বেঞ্চে বলা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু বক্তব্য সিঙ্গল বেঞ্চে রেখেছিল । কিন্তু তাদের বক্তব্যের সমস্তটাই বাতিল করা হয়েছে । কোনও গুরুত্ব দেওয়া হয়নি পর্ষদের মতকে ৷ প্রশিক্ষণহীন শিক্ষকদের চাকরি বাতিলের কথা জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ যদিও পর্ষদের দাবি, নিয়োগ পাওয়া সব শিক্ষকেরই প্রশিক্ষণ হয়েছিল।
বিচারপতি সুব্রত তালুকদার এদিন বলেন,"এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে । অ্যাপটিটিউড টেস্ট, প্রশিক্ষণ না থাকা এই বিষয়ে বোর্ডের বক্তব্য কী? সিঙ্গল বেঞ্চ সবটাই ফেলে দেয়নি । নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ফের নতুন করে ইন্টারভিউ নিয়ে তারপর নিয়োগ করতে বলেছে । এই ব্যাপারে বোর্ডের কি বক্তব্য ?"
জবাবে, আইনজীবী লক্ষী গুপ্তা বোর্ডের তরফে জানান, অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই । সাত বছর আগে নেওয়া হয়েছিল ইন্টারভিউ । ইন্টারভিউতে 5 এবং অ্যাপটিটিউড টেস্টে 5 নম্বর দেওয়া হয় । যাঁরা নিয়েছিলেন তাঁদের কেউ কেউ বলেছেন, হ্যাঁ তারা আলাদা আলাদা নম্বর দিয়েছেন । আবার কেউ কেউ জানিয়েছেন তাঁরা আলাদা আলাদা নম্বর দেননি, একেবারে নম্বর দিয়েছেন । কিন্তু এর মধ্যে বেআইনি কিছু নেই !