কলকাতা, 27 ফেব্রুয়ারি : এ বছর ভোটের মরশুমে মার্চ-এপ্রিল মাসজুড়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে । ওই সময় ইন্টার্ন ডাক্তারদের সম্ভাব্য অভাবের জেরে এই আশঙ্কা তৈরি হয়েছে । চিকিৎসকরা বলছেন, আচমকা এই ধরনের পরিস্থিতি এর আগে তৈরি হয়নি । এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য রাজ্যের স্বাস্থ্য দফরের তরফে আগে থেকে পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন ছিল ।
বুধবার এ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । আর, এই ভোটের মরশুমের মধ্যেই আগামী মার্চ এবং এপ্রিল মাসজুড়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে । ঠিক কী কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছে? জানুয়ারি মাসে এমবিবিএস-এর ফাইনাল ইয়ারের পরীক্ষার শেষে এক বছরের ইন্টার্নশিপ করেন মেডিকেল পড়ুয়ারা । করোনার কারণে এ বছর পরীক্ষা শেষ হতে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে । আর তাই মে মাসের প্রথম সপ্তাহের আগে নতুন ইন্টার্ন ডাক্তারদের পাওয়ার সম্ভাবনা কম ।
এদিকে, এখন যারা ইন্টার্ন ডাক্তার, মার্চ মাসের শুরুতে তাদের ইন্টার্নশিপের মেয়াদ শেষ হচ্ছে । এর ফলে, মার্চ এবং এপ্রিল মাস জুড়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন ডাক্তারদের অভাব হতে পারে । মেডিকেল কলেজগুলিতে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে ইন্টার্ন ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । ওই আশঙ্কার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর বক্তব্য পাওয়া যায়নি ।