কলকাতা, 16 জুলাই : রাজনৈতিক খুনের অভিযোগের প্রমাণ দিন রাজ্যপাল ৷ যদি প্রমাণ দিতে না পারেন তাহলে পদে থাকার বিশ্বাসযোগ্যতা হারাবেন, মন্তব্য় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷
ফের একবার প্রকাশ্যে রাজ্য-রাজ্যপালের সংঘাত ৷ হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যপালের টুইটের পালটা উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে বলেন, "রাজনৈতিক খুনের অভিযোগ প্রমাণ না করতে পারলে পদে থাকার বিশ্বাসযোগ্যাতা হারাবেন রাজ্যপাল ৷"
BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 13 জুলাই টুইটারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসা কমার কোনও লক্ষণ নেই ৷ টুইটারে তিনি লেখেন, "রাজ্যে হিংসা-প্রতিহিংসা কমছে না ৷ বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু খুনের তত্ত্বের পাশাপাশি অন্যান্য গুরুতর বিষয়গুলি তুলে ধরল ৷ এই ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।"
এরপরই আজ নবান্নে মুখ্যমন্ত্রী পালটা জবাব দেন ৷ সেখানে একপ্রকার রাজ্যপালকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, "রাজনৈতিক খুনের অভিযোগ প্রমাণ না করতে পারলে পদে থাকার বিশ্বাসযোগ্যাতা হারাবেন রাজ্যপাল ৷"
13 জুলাই ভোরে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানায় BJP । ঘটনায় CBI তদন্তের দাবি তোলেন দলীয় নেতৃত্ব।