কলকাতা, 23 নভেম্বর: কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনে বৈঠক করে ঢাক পিটিয়ে বলা হয়েছিল টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee)-র তরফে কলকাতায় হকার সমীক্ষা শুরু হবে । আর তার পাইলট প্রজেক্ট হিসেবে তিনটি এলাকায় এই সমীক্ষা প্রথম হবে । সেগুলি হল হাতিবাগান, নিউমার্কেট এবং গড়িয়াহাট । চলতি মাসে 20 তারিখের মধ্যে রিপোর্ট জমা পড়বে কলকাতা পৌরনিগমে । তবে এই সমকালের মধ্যে হাতিবাগান এবং গড়িয়াহাট এই দুই জায়গায় পুলিশের মাইকিং ও হকার সমীক্ষার বেশকিছু কাজ হলেও নিউমার্কেটে সমীক্ষা দূরের কথা পুলিশ মাইকিং পর্যন্ত করতে পারল না । আর এই নিয়ে উঠছে প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের অদূরে নিউমার্কেট চত্বরে হকার সমীক্ষা করতে পারল না টিভিসি, তাহলে ভবিষ্যতে গোটা শহর জুড়ে তারা কী সমীক্ষা করবে?
টিভিসি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পাইলট প্রজেক্ট হিসেবে সমীক্ষায় মূলত কয়েকটি বিষয় দেখা হবে । সেগুলো হল, ফুটপাথ দখল করে যাতে হকারি কেউ না করে । মাথার উপর প্লাস্টিক দেওয়া যাবে না । কোনওভাবেই ক্যারেজ ওয়েতে হকার বসতে দেওয়া যাবে না । এরপরই সমীক্ষা শুরু হয় গড়িয়াহাট ও হাতিবাগান এলাকায় । চলে মাইকিং । হকারদের মধ্যে কোনও হেলদোল এবং পুলিশি চাপ না-থাকায় খোদ কলকাতার মেয়র বিস্ফোরক মন্তব্য করে জানান, স্থানীয় হকার নেতারা ও পুলিশ মাসোহারা নিয়ে যথেচ্ছভাবে হকার বসাচ্ছে । তাই মানুষের সমস্যা হচ্ছে । তিনি পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরেও পুলিশ পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন । পাইলট প্রজেক্টের রিপোর্ট জমা পড়ার কথা ছিল চলতি মাসের 20 তারিখ । তাতে দেখা গেল কলকাতা কর্পোরেশনের সদর দফতরের সামনেই নিউ মার্কেট চত্বরে হল না টিভিসির সমীক্ষা । শুধু তাই নয়, পুলিশ মাইকিংও হল না । রাস্তার পর রাস্তা জুড়ে যথেচ্ছভাবেই বসে হকার । তার জেরে ফুটপাথে যেমন মানুষজনের চলাফেরায় বেগ পেতে হচ্ছে, একইভাবে যানবাহন যেতেই গতি শ্লথ হয়ে যাচ্ছে ।