উল্টোডাঙ্গা, 5 এপ্রিল : এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উল্টোডাঙ্গা থানা এলাকার মিত্র লেন এলাকায় (Hanging Body Recovered) । মৃত ওই গৃহবধূর নাম রীতা সাউ।
গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকার মিত্র লেনে। বাড়ির অন্যান্য সদস্যরা ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দেহে আঘাতের কোনও চিহ্ন না থাকলেও ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই সুইসাইড নোটে তিনি তাঁর স্বামীকে দায়ী করেছেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে নিত্যদিন রীতার সংসারে অশান্তি হত।
আরও পড়ুন :Nadia Murder Case : জমিতে কাজ করা নিয়ে বিবাদের জেরে খুন, গ্রেফতার 1
বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর স্বামীর, এমনটাই সুইসাইড নোটে উল্লেখ করেছেন ওই মৃত গৃহবধূ। এই ঘটনায় এখনও পর্যন্ত উল্টোডাঙ্গা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মৃতার শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। রীতার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন তদন্তকারীরা।