কলকাতা, 24 সেপ্টেম্বর: সাগর দত্ত হাসপাতালের দালাল রাজ নিয়ে সরব কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুক্রবার দালাল চক্রের অভিযোগ পেয়ে কামারহাটি হাসপাতালে পৌঁছেছিলেন স্থানীয় বিধায়ক। এবং তাঁর বিধানসভা ক্ষেত্রের এই হাসপাতালে যে, বেআইনি কাজ চলছে তার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন তিনি। রবিবার কলকাতা পুলিশের হাতে অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেই দালাল চক্রের পিছনে কোনও প্রভাবশালীদের হাত রয়েছে বলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। সরাসরি তিনি অভিযোগ করেন, এই দালাল চক্রের পিছনে কেষ্ট বিষ্টুদের হাত রয়েছে। এমনটা না হলে এই ঘটনা ঘটতে পারে না। মদন মিত্র বলেন, "সাগর দত্ত হাসপাতালকে দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম দেওয়া হয়েছিল, ছবি দেওয়া হয়েছিল, অভিযোগ করা হয়েছিল। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করল কিন্তু সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ 48 ঘন্টা হয়ে গেলেও কোনও পদক্ষেপ নিতে পারল না।"
Madan Mitra on Hospital Dalal: 'হাসপাতালে দালাল রাজের পিছনে কেষ্ট-বিষ্টুদের হাত,' সাগর দত্ত-কাণ্ডে বিস্ফোরক মদন - কামারহাটির বিধায়ক মদন মিত্র
কলকাতা পুলিশের হাতে অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেই দালাল চক্রের পিছনে কোনও প্রভাবশালীদের হাত রয়েছে বলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। সরাসরি তিনি অভিযোগ করেন, এই দালাল চক্রের পিছনে কেষ্ট বিষ্টুদের হাত রয়েছে।
Published : Sep 24, 2023, 7:12 PM IST
|Updated : Sep 24, 2023, 7:50 PM IST
এদিন মদন মিত্র বলেন, "দালালরা কখনওই বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। এদের পিছনে কোনও না কোন কেষ্ট বিষ্টু আছে। প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা জায়গায় এরা বলছে আমরা আছি আমরা ভরতি করে দেব। এরা কারা ! দালালের পিছনে কারা রয়েছে ?" মদন মিত্রের দাবি, প্রত্যেকটা হাসপাতালেই দালালচক্র বন্ধের জন্য একটি পাওয়ারফুল কোর কমিটি তৈরি হোক। যারা রোগী ভরতি কীভাবে হচ্ছে তার তদন্ত করবে।
আরও পড়ুন: এশিয়াডের শুরুতেই দাপট ভারতীয়দের, বাংলার মেহুলি-সহ পদকজয়ীদের অভিনন্দন মমতার
অন্যদিকে, দালাল চক্র নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কেউ কোথায় কোনও অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে। একইসঙ্গে তিনিও বলেন, "আমরা একটা কথা বলে দিই, কিছু মানুষ তো এমনও আছেন যারা আমাদের কাছে আসেন না। কারও সাহায্য ছাড়াই হাসপাতালে ভরতি হন, পরিষেবা পান। মনে রাখতে হবে আমাদের কাছে আইটিউ-র সংখ্যা সীমিত। কারও অনুরোধ রক্ষা করতে গিয়ে যদি অন্যকে আইটিইউ থেকে এইচডিইউতে নামিয়ে দেয়া হয় তবে তাও কি বিবেকহীনতার কাজ হবে না ? চিকিৎসকরা সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। মদন মিত্র কী হিসাবে বলেছেন আমরা জানি না। কেউ অন্যায় করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"