কলকাতা, 30 জুন:আজ থেকে 17 বছর আগের ঘটনা ৷ বিহারের বেলহারা এলাকার কুমারীপুর গ্রামের বাসিন্দা তলমী হাত্তা তিন ছেলেমেয়েকে নিয়ে মেলা দেখতে গিয়েছিলেন ৷ তখন এক ছেলের বয়স ছিল 6 বছর, এক মেয়ে ছিল বিবাহযোগ্যা, অন্য মেয়ে পড়ছিল স্কুলে । দুই মেয়ে আর ছেলেকে নিয়ে মা গিয়েছিলেন মেলায় । মাকে নীচে দাঁড় করিয়ে রেখে তিনজনে উঠেছিল নাগরদোলনায় । কিন্তু নাগরদোলা থেকে নেমে তারা আর খুঁজে পায়নি মাকে । অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি । অবশেষে তাকেই খুঁজে পাওয়া গেল এ রাজ্য থেকে । হারিয়ে যাওয়া মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো ।
করোনাকালে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল এক মহিলাকে ৷ লকডাউনে টহলদারির সময়ে পুলিশের নজরে পড়ে যান তিনি ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা কিছুই বলতে পারেননি প্রথমে ৷ ফলে পুলিশের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় । হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে তুলে দেন কালীঘাটের মিশনারিজ অফ চ্যারিটির হাতে ।
তারপর তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মিশনারিজ অফ চ্যারিটির হোমে । সেই হোমেই এতদিন থাকছিলেন তিনি । সম্প্রতি সেই হোমের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের কাছে অনুরোধ করা হয় এই মহিলাকে বাড়ি পাঠানোর উদ্যোগ গ্রহণের জন্য । কিন্তু শুধুমাত্র তাঁর বাড়ি কাটিহারে এটুকুই বলতে পারছেন ওই মহিলা ৷ কিন্তু এত বড় এলাকায় কীভাবে তাঁর পরিজনের খোঁজ করা হবে সেটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ । সেই সমস্যারই সমাধান করল হ্যাম রেডিয়ো ৷