কলকাতা, 27 মে : রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) হলেন জ্ঞানবন্ত সিং । গতকাল হয়েছিল পরিবর্তন । পুরোনো পদে ফেরানো হয়েছিল জ্ঞানবন্ত সিংকে । বিধাননগর পুলিশ কমিশনার পদে তাকে পুনর্নিয়োগের কথা জানিয়ে দেয় নবান্ন । একদিনের মধ্যেই তার পোস্টিংয়ের ফের পরিবর্তন । লোকসভা নির্বাচন চলাকালীন এই পদ সামলানো সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠানো হল ADG এস্টাব্লিশমেন্ট পদে ।
রাজ্যের ADG (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং, হল আরও কিছু রদবদল
বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের জেরে তৎকালীন DCDD -র দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং বিপাকে পড়েন । তাঁর বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ক্ষমতায় আসার পর জ্ঞানবন্তের গুরুত্ব একটু একটু করে বাড়ে । পুলিশ মহলে খবর, দক্ষ অফিসার জ্ঞানবন্তকে উপেক্ষা করার জায়গা ছিল না । সেই সূত্রেই তাঁকে দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব । সেই দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেন জ্ঞানবন্ত । তিনি তারই পুরস্কার পেলেন বলে সংশ্লিষ্ট মহলের খবর ।
একইসঙ্গে নবান্নের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তা বলছে, ADG এস্টাবলিশমেন্টের দায়িত্বে থাকা জয়ন্ত বসুকে করা হয়েছে ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর । DIG, CID -র পদে থাকা নিষাদ পারভেজকে দেওয়া হল বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব ।
বাম আমলে রিজওয়ানুর কাণ্ডের জেরে তৎকালীন DCDD -র দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং বিপাকে পড়েন । তাঁর বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ক্ষমতায় আসার পর জ্ঞানবন্তের গুরুত্ব একটু একটু করে বাড়ে । পুলিশ মহলে খবর, দক্ষ অফিসার জ্ঞানবন্তকে উপেক্ষা করার জায়গা ছিল না । সেই সূত্রেই তাঁকে দেওয়া হয় বিধাননগর পুলিশ কমিশনারের দায়িত্ব । সেই দায়িত্ব সাফল্যের সঙ্গেই পালন করেন জ্ঞানবন্ত । তিনি তারই পুরস্কার পেলেন বলে সংশ্লিষ্ট মহলের খবর ।