কলকাতা, 3 জুন:প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ এরপর শুক্রবার ঘোষিত হল কলেজে ভরতির প্রক্রিয়া ৷ ইতিমধ্যেই কলেজে ভরতির প্রক্রিয়া নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে । তাতে জানানো হয়েছে, 1 জুলাই থেকে শুরু হবে কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া । এই প্রক্রিয়া শেষ হবে 31 জুলাই । 1 আগস্ট থেকে কলেজগুলিতে শুরু হবে ক্লাস । বিভিন্ন কলেজ কীভাবে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করবে তা নিয়ে 7 দফা পরামর্শ দিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর ।
অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র । 15 জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ 20 জুলাইয়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি মেধা তালিকা প্রকাশ করবে । কলেজে ভরতি প্রক্রিয়া শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে । অর্থাৎ আবেদন তোলা থেকে শুরু করে ভরতি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি দীর্ঘ একমাস যাবত চলবে । সমস্ত পক্রিয়া শেষের পর 1 আগস্ট থেকে শুরু হবে ক্লাস ।
আরও পড়ুন:জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে রাতভর অবস্থান, ঝড়-বৃষ্টিতে কলেজ স্কোয়্যারে জমায়েত