পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালের তলব পেয়েও গরহাজির DGP, মুখ্য সচিব

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে । ট্রেন, বাস পোড়ানো হয়েছে । ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে রেল স্টেশনে । গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল । সূত্র জানাচ্ছে, গতকাল সন্ধ্যেয় রাজভবন থেকে ফোন করে তলব করা হয়েছিল DG ও মুখ্য সচিবকে । আজ সকাল দশটায় তাঁদের আসতে বলা হয়েছিল ।

governor jagdeep dhankhar
রাজ্য-রাজ্যপাল সংঘাত

By

Published : Dec 16, 2019, 4:06 PM IST

Updated : Dec 16, 2019, 7:13 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল দশটায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি । রাজভবন সূত্রে এই খবর পাওয়া গেছে ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে গত কয়েকদিন ধরে তাণ্ডব চলছে । ট্রেন, বাস পোড়ানো হয়েছে । ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে রেল স্টেশনে । গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল । সূত্র জানাচ্ছে, গতকাল সন্ধ্যেয় রাজভবন থেকে ফোন করে তলব করা হয়েছিল DG ও মুখ্য সচিবকে । আজ সকাল দশটায় তাঁদের আসতে বলা হয়েছিল ।

সাধারণভাবে রাজ্যপাল মুখ্য সচিবকে তলব করলে তিনি রাজভবনে যান । কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, নবান্ন-রাজভবন সংঘাতের বাতাবরণে প্রশাসনের দুই শীর্ষ কর্তা ডাক পেয়েও যাননি । তবে সূত্রের খবর, যে সময়ে তাঁদের রাজভবনে ডাকা হয়েছিল, তখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রশাসনের ওই দুই শীর্ষ কর্তা । সেই কারণেই তাঁরা যেতে পারেননি । রাজভবন সূত্রে খবর, প্রশাসনের দুই শীর্ষ কর্তার না আসাকে ভালো চোখে দেখেনি রাজ্যপাল । রাজ্যের মুখ্য সচিবে ও পুলিশের DG আজ রাজভবনে না আসায় রাজ্যপাল টুইটে লেখেন " আমার অনুরোধ সত্ত্বেও রাজ্যের বর্তমান বেদনাদায়ক পরিস্থিতি নিয়ে জানাতে রাজ্যে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের DG কেউ আজ রাজভবনে আসেননি । রাজ্যের এই পরিস্থিতিতে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয় ।"

Last Updated : Dec 16, 2019, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details