পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের - governor jagdeep dhankar

বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের ৷ মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া জায়গা ও সময়ে বৈঠকে বসতে চান তিনি ৷

image
রাজ্যপাল

By

Published : Dec 6, 2019, 3:15 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : আজ সকালে ফের বিধানসভায় এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানালেন তিনি ৷ এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার বার্তাও দেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া দিনে এবং স্থানে রাজ্যপাল নিজে এসে বৈঠক করতে চান ৷

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইলে বৈঠকে বসতে পারেন । মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন, বা নবান্নে সময় দিলেই রাজ্যপাল দেখা করবেন । কোনও রকম সমস্যা হলে বা প্রয়োজন হলে বৈঠক করতে রাজি তিনি ।

গতকালের ঘটনার পর আজ যথারীতি বিধানসভার তিন নম্বর গেট খুলে দেওয়া হয় রাজ্যপালের জন্য । সকাল 9 টা 55 মিনিটে বিধানসভায় আসেন তিনি । আজ তাঁকে স্বাগত জানালেন বিধানসভার এক সচিব । যদিও এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকলেও দেখা করেননি রাজ্যপালের সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details