পশ্চিমবঙ্গ

west bengal

Governor CV Ananda Bose: দেগঙ্গায় নিহত নাবালকের পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের, আর্থিক সহায়তার আশ্বাস

By

Published : Jul 5, 2023, 2:15 PM IST

Updated : Jul 5, 2023, 2:44 PM IST

মঙ্গলবার রাতে বোমার আঘাতে দেগঙ্গার নিহত হয়েছে এক নাবালক ৷ তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দিলেন আর্থিক সহায়তা থেকে শুরু করে পাশে থাকার আশ্বাস ৷

panchayat election row
রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 5 জুলাই: দেগঙ্গায় পঞ্চায়েত নির্বাচনে বলি নাবালকের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার রাতে বাবার সামনেই বোমার আঘাতে নিহত হন স্কুল পড়ুয়া ইমরান হাসান । বয়স মাত্র 17 বছর ৷ এই ঘটনার পর বুধবার সকালে ইমরানের বাবা-মা'য়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ৷ পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি । একইসঙ্গে রাজ্যপাল ইমরানের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন বলে খবর ।

দেগঙ্গায় বোমার আঘাতে নাবালকের মৃত্যু

প্রসঙ্গত, দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চলে মঙ্গলবার বিকেল থেকে প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ রাত থেকে শুরু হয় বোমাবাজি ৷ গতকাল রাতে বোমার আঘাতে ইমরানের মৃত্যু হয় ৷ তাঁকে নিশানা করেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে আইএসএফ ও সিপিএমকে ৷ নাবালকের মৃত্যুর পর থেকে দেগঙ্গা জুড়ে রাজনৈতিক হিংসা আরও তীব্র আকার ধারণ করেছে ৷ তৃণমূল ও আইএসএফের আক্রমণ-পালটা আক্রমণের পালা চলছে ৷ এই ঘটনায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে রয়েছে ৷

পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের

সূত্রের খবর, বুধবার দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইমরানের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন । যাবতীয় বিষয় খোঁজ নেন তিনি । কাদের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, দোষীদের গ্রেফতার করতে পুলিশের তরফে কোনরকম গাফিলতি আছে কি না, এই মুহূর্তে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছে কি না, ইত্যাদি যাবতীয় বিষয়ে রাজ্যপাল ইমরানের পরিবারের থেকে খোঁজ খবর নেন । সন্তানহারা পরিবারের পাশে থাকার যাবতীয় আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ।

আরও পড়ুন:ভোট-হিংসার নিশানা নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারেবারে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠছে ৷ শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধী দলগুলির সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ এর জেরে দক্ষিণ 24 পরগনা থেকে কোচবিহার একাধিক দলের কর্মী-সমর্থকদের প্রাণপাত হয়েছে ৷ ওই সমস্ত ঘটনায় ওই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল ৷ কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনার ভোটকে কেন্দ্র করে সন্ত্রাস কবলিত এলাকা তিনি পরিদর্শন করেন ৷ বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দেন সিভি আনন্দ বোস ৷ এমনকী হিংসার ঘটনায় রাজ্য নির্বাচনকে নিশানা করেন তিনি ৷ এরপরে ফের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে ৷

Last Updated : Jul 5, 2023, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details