কলকাতা, 29 ডিসেম্বর :মুখ্যমন্ত্রী ক্রমাগত সংবিধানের ধারা লঙ্ঘন করে চলেছেন ৷ তিনি সংবিধানের 167 ধারায় 'কর্তব্য' লঙ্ঘন এবং 166 ধারায় 'প্রশাসন'-এর রাজনীতিকরণ করছেন ৷ এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar tweets CM Mamata Banerjee continually in breach of constitution) ৷
এর আগে আরেকটি টুইটে 16 ডিসেম্বর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যয়ের বক্তৃতার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সংবাদমাধ্যমের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না-নিলেও তাঁকে আক্রমণ করে বলছেন, "রাজভবন মে এক রাজা বৈঠতা হে ৷ কিয়া নেহি বোলতা হ্যায় ৷ বিজেপি কা প্রেসিডেন্ট সে ভি বড়া ৷ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি কা৷ অ্যায়সা বাত করতা হ্যায় ৷"
এর উত্তরে রাজ্যপাল টুইটে লেখেন, "জনসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই ভাষা ব্যবহার নিন্দাজনক ৷ এভাবে তিনি রাজ্যপালকে অপমান করছেন ৷ এই কথাগুলির ফলে আইন আর সংবিধান মেনে শাসনকে সুরক্ষিত রাখার কাজটি আন্তরিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ৷ বর্তমান অবস্থা খুবই দুশ্চিন্তার ৷"