পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলোচনায় বসতে মুখ্যমন্ত্রীকে চিঠি, উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ৷ একদিনের মধ্যেই তার উত্তর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন ধনকড় ৷

উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল
উত্তরে সন্তুষ্ট রাজ্যপাল

By

Published : Dec 28, 2019, 9:09 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে ৷ ক্ষুব্ধ রাজ্যপাল 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ৷ একদিনের মধ্যেই তার উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন ধনকড় ৷ আজ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি সমেত একটি টুইট করে বুঝিয়ে দেন তিনি ৷

চলতি মাসে পরপর দু'দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ধনকড় ৷ তাঁকে ছাড়াই উপাচার্যের সভাপতিত্বে হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ ওইদিনই রাজভবনে ফিরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির সামগ্রিক ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি, 13 জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করার কথাও জানান ৷

25 ডিসেম্বর রাজ্যপালের পাঠানো চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লেখেন, "সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ে 25 ডিসেম্বর আপনার পাঠানো চিঠি আমি পেয়েছি ৷ যেহেতু, বিষয়টি শিক্ষা দপ্তর সংক্রান্ত ৷ তাই সব ইশুগুলি আলোচনার জন্য আমি চিঠিটা শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দিচ্ছি ৷"

উত্তরে খুশি হয়েছেন জগদীপ ধনকড় ৷ তিনি যে সন্তুষ্ট, তা তাঁর টুইটেই স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি দিয়ে তিনি লেখেন, "শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টার ফল মিলছে ৷ 25 ডিসেম্বর আমার পাঠানো চিঠির উত্তর 26 ডিসেম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী এই সব বিষয়ে আলোচনা করবেন ৷ আমি তার অপেক্ষায় আছি ৷ গণতন্ত্রে আমাদের একসঙ্গে চলতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details