কলকাতা, 16 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) আচরণকে বিজেপি নেতাদের আচরণের সঙ্গে তুলনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ।
বুধবার এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যপালের সাম্প্রতিক মতপ্রকাশ এবং আচরণ রাজ্য সরকারের বিরোধিতার নামান্তর । সাংবিধানিক প্রধান হিসেবে যা তিনি করতে পারেন না । রাজ্যের বিভিন্ন জায়গায় তার পরিদর্শন আপত্তির নয় । তবে কেবলমাত্র বিজেপির নেতাদের নিয়ে তাঁর পরিদর্শন অন্য বার্তা দেয় ।" ফলে তাঁর আচরণ বিজেপি নেতার মত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিমান বসু । এই নিয়ে প্রথমবার সমালোচনা করলেন বাম নেতা ।
তিনি বলেন, "রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন । তিনি উত্তরবঙ্গ গিয়ে সব জায়গায় বিজেপি নেতাদের নিয়ে ঘুরলেন । এটা ঠিক নয় । কোথাও যেতে পারেন না তা বলছি না ।কিন্তু বিজেপি নেতাদের নিয়ে যাবেন কেন ? উনি তো বিজেপির লোক নন । তবে ওনার কাজকর্ম বিজেপির নেতাদের মত । যা রাজ্যপালের কাজ নয় ৷" সমালোচনা বামফ্রন্ট চেয়ারম্যানের । তিনি আরও বলেছেন, "রাজ্যপাল বারান্দায় বসে সভা করছেন । এমনটা আগে কখনও দেখিনি । নিজেকে বিজেপির লোক বলে পরিচিত করতে চাইছেন । এই আচরণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের হওয়া উচিত নয় ৷"