কলকাতা, 16 ফেব্রুয়ারি:নন্দিনী বিতর্কে নতুন মোড় ৷রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে অপসারণের পর তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) । সূত্রের খবর, নন্দিনীর বিরুদ্ধে নবান্নকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে । প্রসঙ্গত, বুধবার বিকেলেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল । এই বৈঠকেই তিনি মুখ্য সচিবের কাছে নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের জন্য সুপারিশ করেছেন । নন্দিনীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবান্নকে রাজভবন সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন । এর কারণে নবান্ন এবং রাজভবনের মধ্যে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝির আবহ তৈরি হয়েছে ।
নবান্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এক্ষেত্রে রাজ্যপাল বলছেন, এই ঘটনা অল ইন্ডিয়া সার্ভিস রুলের ভায়লেশনের সামিল (Violation of All Indian Service rule)। জনৈক সাক্সেনাকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন তিনি । মূলত লেখালেখিতে সাহায্য করবার জন্যই তাঁকে নিয়োগ করতে চেয়েছিলেন রাজ্যপাল । তিনি বিনা পারিশ্রমিকে যোগদান করতেন। এর জন্য সরকারি কোষাগার থেকে কোনও অর্থ খরচ হত না । কিন্তু নন্দিনী চক্রবর্তী নবান্নকে জানান যে রাজভবনের তরফে একজন আইপিএস অফিসারকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চাইছে ৷ এর জেরে নবান্ন এবং রাজভবনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হয় ।